বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের রূপরেখার ৩১ দফা জনগণের মাঝে পৌঁছে দিতে চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে গণসংযোগ ও পথসভা করেছে বিএনপি।
সোমবার বিকেলে শিবগঞ্জ বাজার এলাকায় এ কর্মসূচির আয়োজন করেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বিএনপি নেতা বেলাল ই বাকী ইদ্রিশী। গণসংযোগকালে নাগরিক অধিকার, আইনের শাসন, বৈষম্যহীন সমাজ গঠন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতিসহ বিএনপির ঘোষিত ৩১ দফার মূল বিষয়বস্তু সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়। পথচারী, ব্যবসায়ী, দোকানদার ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কুশল বিনিময় করেন এবং বিএনপির গণতন্ত্র পুনরুদ্ধারের বার্তা পৌঁছে দেন বিএনপির এ নেতা। পথসভায় বেলাল ই বাকী ইদ্রিশী বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ হবে একটি সুখী, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র। নাগরিক অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় এই দফাগুলো জনগণের জন্য আশার আলো। তিনি আরও বলেন, বিএনপিকে সুসংগঠিত করে শুধু দেশে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করা সম্ভব। আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট দিয়ে জনগণকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান তিনি। এসময় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের অঙ্গ-প্রতিষ্ঠানের নেতাকর্মীরা উপস্থিত থেকে স্লোগানে স্লোগানে পথসভাস্থল মুখরিত করে তোলেন।