সরিষাবাড়ীতে অনলাইন ক্যাসিনোর ৪ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৯ সেপ্টেম্বর , ২০২৫ ১৬:৩৯ আপডেট: ৯ সেপ্টেম্বর , ২০২৫ ১০:৪০ এএম
সরিষাবাড়ীতে অনলাইন ক্যাসিনোর ৪ সদস্য গ্রেফতার

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় জুয়া ও ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত চক্রের চার সদস্যকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন উপজেলার কাউয়ামারা গ্রামের ঠান্ডু মিয়ার ছেলে মোঃ আলাল (২৬) ও তার ভাই মোঃ দুলাল (২৫) ইসমাইল হোসেন এর ছেলে শ্রাবণ (২৭) ,স্থল গ্রামের আব্দুল আজিজ এর ছেলে মোঃ শামীম (২৭)। ভোর রাতে ২৬ বীর ব্যাটালিয়নের ক্যাপ্টেন অর্ণব কবির প্রাপন এর নেতৃত্বে উপজেলার কাউয়ামারা ও স্থল গ্রামে এ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।  এ সময় বাটন ফোন  ৫টি,অ্যান্ড্রয়েড ফোন ৯টি,আইফোন  ১টি,সিমকার্ড ৪১টি,মেমোরি কার্ড ২টি,ডেবিট/ক্রেডিট কার্ড  ৪টি,পাসপোর্ট ২টি,জাতীয় পরিচয়পত্র ৫টি,ল্যাপটপ ১টি,সিপিইউ ২টি,মনিটর ১টি,নগদ ২০,৪২৯ টাকা উদ্ধার করা হয় । পরে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রে হস্তান্তর করা হয়।

এই বিভাগের আরোও খবর

Logo