দেশের বায়ু দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাঁটি” এই শ্লোগান কে ধারন করে ভয়েস অব কক্সবাজার ভোলান্টিয়ার্স এর উদ্যোগে বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা)র সার্বিক সহযোগিতায় কক্সবাজার পৌরসভাস্থ ৭ নং ওয়ার্ড ওয়ামী একাডেমীতে এক আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয় । এতে পবিত্র কোরান তেলওয়াত করেন ভয়েস অব কক্সবাজার ভোলান্টিয়ার্স এর মোহাম্মদ তৈয়ব, মনির আলম এর সঞ্চালনায় অনুষ্টিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব, মোঃ আলাউদ্দিন, সিনিয়র শিক্ষক ওয়ামী একাডেমি, কক্সবাজার প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ভয়েস অব কক্সবাজার ভোলার্ন্টিয়ার্স এর প্রধান উপদেষ্টা ও সাবেক জেলা শিক্ষা অফিসার জনাব মোঃ নাসির উদ্দিন । শুভেচ্ছা বক্তব্য রাখেন মে: জাকির হোসেন, আরো বক্তব্য রাখেন মো: কামরুল হাসান,হাফেজ মোহাম্মদ রফিক, পারভীন আক্তার, গিয়াস উদ্দিন সহ অনেকেই । শিক্ষকদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মৌলানা সেলিম, , মো: আরমান, রাবেয়া বসরী ও সুমাইয়া।
উক্ত আলোচনা সভায় প্রধান অথিতি তার বক্তব্যে বলেন আগামীর সুন্দর ও সুস্থ পৃথিবীর জন্য প্রত্যেকের একটি করে চারা রোপন করা উচিৎ, আমাদের পরবর্তী প্রজন্মকে বৃক্ষরোপনের সুফল গুলো জানিয়ে তাদের উদ্ধুদ করতে হবে, বাড়ির আশেপাশে ও পরিত্যক্ত ভূমিতে বৃক্ষ রোপন করলে সবুজে ভরে উঠবে আগামীর পৃথিবী ।
আলোচনা সভা শেষে ছাত্র/ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয় এবং সকল ছাত্র/ছাত্রীদের নিয়ে বিদ্যালয় প্রাঙ্গনে গাছের চারা রোপন করেন প্রধান অথিতি ।