শার্শায় পূর্ব শত্রুতার জেরে যুবককে পিটিয়ে ও কুপিয়ে যখম

মোঃ শাহিদুল ইসলাম প্রকাশিত: ৯ সেপ্টেম্বর , ২০২৫ ১২:১৭ আপডেট: ৯ সেপ্টেম্বর , ২০২৫ ১২:১৭ পিএম
শার্শায় পূর্ব শত্রুতার জেরে যুবককে পিটিয়ে ও কুপিয়ে যখম

যশোরের শার্শায় পূর্ব শত্রুতার জেরে রাসেল হোসেন(৩৫) নামে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে যখম করা হয়েছে।
গুরুতর আহত রাসেলকে রাতেই শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সোমবার রাত ৯ টার সময় উপজেলা গোগা ইউনিয়নের অগ্রভুলোট গ্রামে এ ঘটনাটি ঘটে। 
আহত রাসেল ওই গ্রামের আব্দুল হামিদের ছেলে।জানাগেছে, রাসেলের সাথে গ্রামের কিছু যুবকের পূর্ব শত্রুতা চলে আসছিলো।তার ই জেরে ঘটনার দিন রাসেল বাজার থেকে রাতে বাসায় ফিরছিলো।পথিমধ্যে নির্জন স্থানে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা অগ্রভুলোট গ্রামের খোদাবক্সের ছেলে হাবিল,আনিছুরের ছেলে চঞ্চল, হাসানের ছেলে সজিব ও কামালের ছেলে সাগর তাকে একা পেয়ে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে ও কুপাতে থাকলে তার অত্মচিৎকারে গ্রামের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়।পরে স্থানীয়রা আহত রাসেলকে উদ্ধার করে প্রথমে বাগআঁচড়ার একটি হাসপাতালে ভর্তি করে পরে তার অবস্থার অবনতি হলে ডাক্তার তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রেফার্ড করেন। 
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল আলিম জানান,ঘটনাটি তিনি শুনেছেন।তবে এ ব্যাপারে থানায় কেউ কোন অভিযোগ করেননি। ভুক্তভোগীর পরিবার থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা করা হবে বলে তিনি জানান।

এই বিভাগের আরোও খবর

Logo