বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা মোঃ হযরত আলী সোনার (৩৬) কে র্যাব ও শাজাহানপুর থানা পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২০ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে শেরপুর থানাধীন ছোনকা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। হযরত আলী আশেকপুর ইউনিয়নের বয়রাদিঘী গ্রামের ইউনুস আলী সোনারের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, নির্বাচনের সময় আওয়ামী লীগের নেতাদের প্রভাব খাটানো ও কেন্দ্র দখলের কারণে সাধারণ ভোটাররা কেন্দ্রে যেতে পারেননি। পরবর্তীতে দলের নেতাকর্মীরা সিল মেরে হয়রত আলীকে বিজয়ী ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, হযরত আলীর বিরুদ্ধে হত্যা, মারপিট, চাঁদাবাজি, মাদকসহ প্রায় অর্ধ ডজনেরও বেশি মামলা রয়েছে। সর্বশেষ তার বিরুদ্ধে শাজাহানপুর থানায় ২০২৪ সালের নভেম্বরের ১ তারিখে অস্ত্র আইন, দণ্ডবিধির একাধিক ধারা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম (পলাশ) জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে জয়পুরহাটের পাঁচবিবিতে ২০১৮ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলাসহ, শাজাহানপুর থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।