রাজবাড়ীর পদ্মায় পানি কিছুটা কমলেও নিম্নাঞ্চল প্লাবিত- কমেনি দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২১ আগস্ট , ২০২৫ ১৫:৫৪ আপডেট: ২১ আগস্ট , ২০২৫ ১৫:৫৪ পিএম
রাজবাড়ীর পদ্মায় পানি কিছুটা কমলেও নিম্নাঞ্চল প্লাবিত- কমেনি দুর্ভোগ

রাজবাড়ীর পদ্মায় পানি কিছুটা কমলেও পদ্মা সংলগ্ন নিম্নাঞ্চল এখনো প্লাবিত।এসব এলাকার জনবসতি,চারপাশ ফসলী জমিগুলো পানিতে নিমজ্জিত থাকায় দুর্ভোগে রয়েছেন এখানকার মানুষগুলো।সদর উপজেলা,গোয়ালন্দ,পাংশা ও কালুখালী এই চারটি উপজেলা পদ্মানদী সংলগ্ন হওয়ায় এখানকার ৩০ টি গ্রামের মানুষ এখন দুর্ভোগে বসবাস করছে। বাড়ির আঙ্গিনায় পানিতে তলিয়ে তাদের এখন নৌকা ও ট্রলারে যাতায়াত করতে হচ্ছে।বিশেষ করে ফসলী জমি তলিয়ে গোখাদ্যের অভাব দেখা দিয়েছে এ অঞ্চল গুলোতে।তবে  আবাদী ফসলী জমি তলিয়ে যাওয়ায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছ।এতে চাষিরা লোকসানে পরেছেন।আজ রাজবাড়ী পদ্মার দৌলতদিয়া গেজ ষ্টেশন পয়েন্টে ১১ সে. মি. পানি কমে ৭.৮৪ সে. মি নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।তবে নদীতে প্রচন্ড স্রোত রয়েছে।

এই বিভাগের আরোও খবর

Logo