মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় দিনাজপুর জেলার কাহারোল উপজেলায় 'মাতৃদুগ্ধ সপ্তাহ- ২০২৫' উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২৫ আগষ্ট ২০২৫ ইং তারিখ রোজ সোমবার সকাল আনুমানিক ১১ ঘটিকায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কাহারোল বাস্তবায়নে অত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্হস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, কাহারোল ডা.মো. মোস্তাফিজুর রহমান মহোদয়।
এ সময় তিনি তাঁর বক্তব্যে বলেন," নবজাতক ও মায়েদের জন্য বুকের দুধের গুরুত্ব তুলে ধরা এবং এর গুরুত্ব নিয়ে গণসচেতনতা বাড়াতে হবে। শিশুর জন্মের পর প্রথম এক ঘণ্টার মধ্যেই যদি তাকে মায়ের দুধ খাওয়ানো হয়, তবে মৃত্যুঝুঁকি ৩১ শতাংশ কমে যায়। আর ছয় মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের দুধ (এক ফোঁটা পানিও নয়) খাওয়ানো হলে শিশুমৃত্যুর হার আরও ১৩ শতাংশ হ্রাস পায়।"
শিশুর প্রথম খাবার হিসেবে 'শালদুধ' অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু পুষ্টিকরই নয় বরং শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং প্রথম টিকার মতো কাজ করে। এই সময়টিতে শিশুর শারীরিক বৃদ্ধি ও মস্তিষ্কের বিকাশে মায়ের দুধ অপরিহার্য।
এ সময় কাহারোল উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তনিমা রায়, কনসালটেন্ট (মেডিসিন) ডা. মো. মামুন অর রশীদ সহ অন্যান্য মেডিকেল অফিসারবৃন্দ, সিনিয়র স্টাফ নার্সবৃন্দ ও সকল কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।