সব এনজিওর শীর্ষে ব্র্যাক আছে এগিয়ে এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাজ করে যাচ্ছে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রত্যাশা-(২)
এরই ধারাবাহিকতায় সারা দেশের ন্যায় ।আজ বৃহস্পতিবার ২৮ আগস্ট সকাল ১১.৩০ মিনিটে রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়ন পরিষদ হলরুমে প্রত্যাশা-২ প্রকল্পের আয়োজনে এক ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়।
"নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরন" ইম্প্রুূূভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অফ বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস প্রত্যাশা -২ প্রকল্পের ইউনিয়ন কর্মশালায়,সভাপতি হিসেবে উপস্থিত ছিলেনঃ ৪ নং হাড়িয়ারকুটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রশিদুল ইসলাম,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ উপজেলা সমাজসেবা অফিসার,মাহমুদুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ৪ নং হাড়ির ইউনিয়ন পরিষদের সচিব,অনিমেষ সরকার ,
এমআরএসসি সেক্টর স্পেসালিস্ট ইকোনমিক রিইন্টিগ্রেশন সৈয়দ তানভীর ইসলাম , প্রোগ্রাম অর্গানাইজার,তারাজুল ইসলাম সহ সকল ইউপি সদস্য,শিক্ষক, ইমাম, পুরোহিত, বিদেশ ফেরত সদস্য, ছাত্র, কৃষি কর্মকর্তা, সাংবাদিক সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তি প্রমুখ।
এসময় রংপুর এমআরএসসি এর সেক্টর স্পেসালিস্ট ইকোনমিক রিইন্টিগ্রেশন সৈয়দ তানভীর ইসলাম ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর উদ্দেশ্য, নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাছাড়া নিয়মিত অভিবাসন ও অনিয়মিত অভিবাসন সম্পর্কে বিশদ আলোচনা করেন।
প্রধান অতিথি, মাহমুদুল হক বলেন, দক্ষতা এবং শিক্ষা ছাড়া বিদেশে গেলে সেই ব্যক্তি কখনো সফল হতে পারবেনা। তাই বিদেশ যাওয়ার আগে সকল আগ্রহী ব্যক্তিকে ওই দেশ সম্পর্কে, কাজ সম্পর্কে, আইন কানুন, ভাষা সম্পর্কে বিস্তারিত জেনে যাওয়ার আহ্বান জানান।
এছাড়া হারু অর রশিদ প্রত্যাশা টু প্রকল্প থেকে সহযোগিতা প্রাপ্ত বলেন, আমাকে ব্রাক মাইগ্রেশন প্রোগ্রাম যে গরু ছাগল দিয়েছে তা দিয়ে আমি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি। সেজন্য তিনি প্রত্যাশা টু প্রকল্পকে ধন্যবাদ জানিয়েছেন।
এছাড়া বিদেশ ফেরত রিপা, শাকিল মিয়া, রুস্তম আলী বিদেশে কষ্টের জীবন এবং ব্যস্ত হয়ে দেশে ফিরে আসার গল্প বলেন যা শুনে উপস্থিত সবাই বাকরুদ্ধ হয়ে পড়েন।
ভারপ্রাপ্ত সভাপতি,রশিদুল ইসলাম বলেন, এখন থেকে বিদেশে যারা যাবেন তারা যেন সচেতন হয়ে যান না হলে অবশ্যই প্রতারিত হবেন। ইউনিয়নের সকল বিদেশ ফেরত ব্যর্থ প্রবাসীদের সাধ্যমতে সহযোগিতা করার আশ্বাস দেন। এবং প্রত্যাশা টু প্রকল্পকে ধন্যবাদ জানিয়ে ইউনিয়ন কর্মশালার সমাপ্তি ঘোষনা করেন।