রাজবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় সাবেক এমপি কেরামত আলীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত

মোঃমজিবুর রহমান খান জুয়েল প্রকাশিত: ২৯ এপ্রিল , ২০২৫ ১১:৫৯ আপডেট: ২৯ এপ্রিল , ২০২৫ ১১:৫৯ এএম
রাজবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় সাবেক এমপি কেরামত আলীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত

রাজবাড়ী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী কেরামত আলীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একইসঙ্গে একই ঘটনায় দায়ের হওয়া আরেকটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) দুপুরে রাজবাড়ীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তামজিদ আহমেদ শুনানি শেষে এ আদেশ দেন। শুনানিতে কাজী কেরামত আলীর আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। তবে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা গেছে, আজ একই ঘটনায় দায়ের হওয়া আরও একটি মামলায়ও তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে হামলা ও গুলির এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন। এরই ধারাবাহিকতায় কাজী কেরামত আলীর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়।

এই বিভাগের আরোও খবর

Logo