যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজে নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন প্রফেসর ড. মিজানুর রহমান। মঙ্গলবার সকালে তিনি আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন। এর আগে তিনি ঢাকা সরকারি তিতুমীর কলেজে উপাধ্যক্ষ ছিলেন।
নতুন অধ্যক্ষের যোগদান উপলক্ষে কলেজের শিক্ষক মিলনায়তনে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
প্রফেসর আব্দুল কাদের সভাপতিত্বে কলেজের সব বিভাগের শিক্ষকরা নতুন যোগদান করা অধ্যক্ষ প্রফেসর ড. মিজানুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান।