ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সীমানা পুনর্নির্ধারন নিয়ে যশোর দুটি আসন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে দাবি করে জেলা নির্বাচন কার্যালয় ঘেরাও ও স্মারকলিপি দিয়েছে জেলা বিএনপি। এছাড়া এ বিষয়ে সংবাদ সম্মেলন করেছে দলটি।
বুধবার সকাল ১১টায় মিছিলসহ জেলা নির্বাচন কর্মকর্তার কাযালয়ের সামনে অবস্থান নেয় বিএনপির সহস্রাধিক নেতা-কর্মী। এসময় দলের নেতারা প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি পেশ করেন। জেলা নির্বাচন কর্মকর্তা স্মারকলিপি গ্রহণ করেন। এরপর প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করেন বিএনপি নেতৃবৃন্দ।
এসময় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, ত্রয়োদশ নির্বাচনের সীমান নির্ধারনের খসড়া প্রস্তাবে যশোরের কোন আসন ছিল না এবং যে জেলাগুলো ছিল তার মধ্যে কিছু জেলাকে নিয়ে আপত্তি বা সেগুলো সমাধানের জন্য নির্ধারিত তারিখ ছিল। যারা অভিযোগ করার বা আবেদন করার করেছিল এবং সেটা নিষ্পত্তি হয়ে গেছে। তারপরও আবার কিছু জেলাকে নিয়ে অভিযোগ এনেছে ব্যক্তি বিশেষের কারণে। আমরা মনে করি এটা নির্বাচনী প্রক্রিয়াকে ব্যাহত করার একটি ষড়যন্ত্রের অংশ ছাড়া কিছুই নয়। এধরনের কোন ষড়যন্ত্রকে বিএনপি বরদাস্ত করবে না। যশোরের আসনগুলো বর্তমান সীমানায় রেখে নির্বাচনের দাবি বিএনপির।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।
প্রসঙ্গত গত ৩০ জুলাই নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচনি এলাকার পুনঃনির্ধারিত সীমানায় যশোরের কোন আসন না থাকলেও সুকৃতী মণ্ডল নামে এক ব্যক্তি যশোর-৩ ও ৬ আসনের সীমানা নিয়ে আপত্তি করেছেন নির্বাচন কমিশনে। এ বিষয়ে আগামী ২৫ আগস্ট শুনানি করবে কমিশন।