মুক্তেশ্বরী নদীর অবৈধ দখলদার দ্রুত উচ্ছেদ না হলে ডিসি অফিস ঘেরাও করার ঘোষনা বাপার নেতৃবৃন্দের

এসএম মিরাজুল কবীর টিটো প্রকাশিত: ১ সেপ্টেম্বর , ২০২৫ ১৬:১৫ আপডেট: ১ সেপ্টেম্বর , ২০২৫ ১৬:১৫ পিএম
মুক্তেশ্বরী নদীর অবৈধ দখলদার দ্রুত  উচ্ছেদ না হলে ডিসি অফিস ঘেরাও করার ঘোষনা বাপার নেতৃবৃন্দের

যশোর সদর উপজেলার মুক্তেশ্বরী নদীর অবৈধ দখলদার দ্রুত উ”েছদ না হলে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করা হবে বলে ঘোষনা দেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের নেতৃবৃন্দ। ভাতুরিয়ার ছোট নারায়নপুর ব্রিজের পাশে রোববার সকালে অনুষ্ঠিত কৃষক সমাবেশে তারা এ ঘোষনা দেন। নেতৃবৃন্দ বলেন জলাবদ্ধতা যশোরের দীর্ঘ দিনের সমস্যা। দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহন করে এ সমস্যা দুর করতে হবে। এজন্য ঐক্যের কোন বিকল্প নেই।  এটি এখন জাতীয় ঐক্য হয়ে দাড়িয়েছে। বিল, নদীর বিষয়ে কাউকে কোন ছাড় দেয়া হবে না।
বিল হরিনা বাঁচাও আন্দোলনের উদ্যোগে অনুষ্ঠিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধান অতিথির বক্তব্য রাখেন বাপার কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক আলমগীর কবির ।
তিনি বলেন, এক শ্রেণির অসৎ মানুষ সাইন বোর্ড লাগিয়ে নদীর ভরাট করে বিক্রি করছে। নদী রক্ষায় আন্দোলন চলমান থাকবে। সবাই একতাবদ্ধ্য থাকলে নদনদী রক্ষা করা যাবে। যতদিন নদনদী রক্ষার দাবী আদায় না হবে ততদিন লড়াই জাগিয়ে রাখতে হবে।
তিনি বলেন নদী রক্ষার ক্ষেত্রে ঐখ্যের কোন বিকল্প নেই। ঐক্যের মধ্যদিয়ে নদী রক্ষা করতে হবে। এতে কারো ছাড় দেয়া হবে না। নদীর রক্ষা না হওয়্ াপর্যন্ত আন্দোলন চলমান থাকবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,বাপা কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ জাকির হোসেন, সহ- সাধারণ সম্পাদক গোলাম রসুল ।
প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাপা কেন্দ্রীয় কমিটি সদস্য ও যশোর অঞ্চলের আহবায়ক খন্দকার আজিজুল হক মনি।
বিশেষ আলোচক ছিলেন বাপা যশোর অঞ্চলের  সদস্য সচিব অধ্যাপক আবু সাঈদ মো. আতিকুর রহমান।
ভাতুরিয়া স্কুল এন্ড কলেজের সভাপতি অবসর প্রাপ্ত প্রভাষক মো. মোসলেম উদ্দিনের সভাপতিত্বে  বক্তব্য রাখেন, বিল হরিনা বাঁচাও আন্দোলনের ভাতুড়িয়া আঞ্চলিক কমিটির সদস্য সচিব মাসুদুজ জামান টিটো, যুগ্ম আহবায়ক অধ্যপক গোপিকান্ত সরকার, সদস্য অধ্যক্ষ পাভেল চৌধুরী, অধ্যাপিকা ফিরোজা বুলবুল কলি, ডাঃ আহসান হাবিব, ইউপি সদস্য শফিয়ার রহমান, গ্রামের কাগজের স্টাফ রিপোটার এস এম আরিফ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বিল হরিনা বাঁচাও আন্দোলনের আহ্বায়ক শেখ রাকিবুল ইসলাম নয়ন।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর সহযোগিতায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সমাবেশ শেষে নেতৃবৃন্দ হরিণার বিল পরিদর্শন করেন। এরপর বিকেলে জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সাথে সাক্ষাত করেন বাপার কেন্দ্রিয় কমিটির সদস্য বিন্দু এবং  যশোর জেলার নেতৃবৃন্দ। এ সময় তারা সার্বিক বিষয়ে আলোচনা করেন । ৩ সদস্য বিশিষ্ট কমিটিতে বিল হরিনা বাঁচাও আন্দোলনের প্রতিনিধি যুক্ত করার বিষয়ে ইতি বাচক আলোচনা হয় । জেলা প্রশাসক জলাবদ্ধতা নিরসন ও মুক্তেশ্বরী নদীর অবৈধ দখলদার উ”েছদের বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহনের আশ্বাস দেন।


এই বিভাগের আরোও খবর

Logo