মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে কমলগঞ্জে মানববন্ধন

জায়েদ আহমেদ প্রকাশিত: ২৯ এপ্রিল , ২০২৫ ১১:৫৭ আপডেট: ২৯ এপ্রিল , ২০২৫ ১১:৫৭ এএম
মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে কমলগঞ্জে মানববন্ধন
দৈনিক আমার দেশ-এর সম্পাদকও প্রকাশক মাহমুদুর রহমানসহ পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার তীব্র প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

দৈনিক আমার দেশ-এর সম্পাদকও প্রকাশক মাহমুদুর রহমানসহ পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার তীব্র প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালকে অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানো হয়।

রবিবার (২৭ এপ্রিল) সকাল ১১ টায় কমলগঞ্জ প্রেসক্লাবের সামনে আমার দেশ পাঠক মেলা আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এ সব দাবি জানায় কমলগঞ্জের সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার শুধীজন।

এ সময় মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল কর্তৃক দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদ এবং মামলা প্রত্যাহার করার দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, পতিত হাসিনা সরকারের বিরুদ্ধে দেশ ও গণমানুষের কন্ঠস্বর আমার দেশ-এর মজলুম সম্পাদক, প্রকাশক ডক্টর মাহমুদুর রহমান একজন পরিক্ষিত দেশপ্রেমিক। তিনি দেশ ও জনগণের পক্ষে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রক্ত দিয়ে লড়ে গেছেন।

মাথা নত না করে হাসিনা সরকারের জুলুম নির্যাতন ও কারাভোগ বরণ করেছেন। আজকের নতুন বাংলাদেশ বিনির্মানে অপরিসীম ভূমিকা তাঁর। চব্বিশের গণঅভ্যুত্থানে প্রেরণার উৎস ছিলেন তিনি। ছাত্র-জনতা রক্ত দিয়ে জীবন দিয়ে এ দেশ হাসিনামুক্ত করেছে।

এ সময় উপস্থিত ছিলেন,কমলগঞ্জ প্রেসক্লাব এর আহব্বায়ক এমএ ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি নুরুল মোহাইমীন মিল্টন,সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, আমার দেশ পাঠক ফোরামের সভাপতি সৈয়দ জামাল হোসেন,সাধারণ সম্পাদক কাজী মাহমুদ আলী, আমার দেশ কমলগঞ্জ প্রতিনিধি এস কে দাস, কমলগঞ্জ পল্লী বিদ্যুতের সাবেক পরিচালক মো.নুরুউদ্দিন, সাংবাদিক প্রনিত রঞ্জন দেবনাথ, পিন্টু দেবনাথ, মোক্তাদির হোসেন,মোস্তাফিজুর রহমান,সালাহ্উদ্দিন শুভ, সাদিকুর রহমান সামু, জায়েদ আহমেদ, মালিক মিয়া, সৈয়দ জেমস হোসেন প্রমুখ।

এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা মানববন্ধনে অংশ নেওয়ায় সকলকে ধন্যবাদ জানান আমার দেশ কমলগঞ্জ প্রতিনিধি এস কে দাস।


এই বিভাগের আরোও খবর

Logo