মাদারগঞ্জে মাসুদ হত্যার প্রকৃত আসামী কে আড়াল করার প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৭ জুলাই , ২০২৫ ১৫:৩২ আপডেট: ১৭ জুলাই , ২০২৫ ১৫:৩২ পিএম
মাদারগঞ্জে মাসুদ হত্যার প্রকৃত আসামী কে আড়াল করার প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন

জামালপুরের মাদারগঞ্জের চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালিকান্দীতে রাতের অন্ধকারে সংঘটিত চাঞ্চল্যকর হত্যাকান্ডের প্রকৃত আসামীদের আড়াল করে উল্টো নিহত মাসুদ মিয়ার চাচা ও মৃত্যুর সাথে পাঞ্জা লড়া রুবেল প্রামাণিকের সৌদি প্রবাসী বড় ভাই ফরিদ প্রামাণিককে মাদারগঞ্জ মডেল থানার পুলিশ কর্তৃক হয়রাণীমূলকভাবে গ্রেফতার করে আসামী সাজিয়ে পুলিশী নির্যাতন, আদালতে চালান করে ১০দিনের রিমান্ড চেয়ে আবেদন দ্বারা চক্রান্তের প্রতিবাদে এবং প্রকৃত হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে ১৭ জুলাই ২০২৫ তারিখ বৃহস্পতিবার সকালে জামালপুর শহরে এক প্রেস ক্লাব মিলনায়তনে নিহত মাসুদ মিয়ার বাবা ও হত্যা মামলার বাদী সম্রাট মিয়া ও মৃত্যুর সাথে পাঞ্জা লড়া রুবেল প্রামাণিকের পরিবারের আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন,  নিহত মাসুদ মিয়ার বাবা ও হত্যা মামলার বাদী সম্রাট মিয়া, নিহত মাসুদ মিয়ার মা মোছা: মুসলিমা বেগম, মৃত্যুর সাথে পাঞ্জা লড়া রুবেল প্রামাণিকের বিধবা মা ফলেজা বেওয়া , রুবেল প্রামাণিকের বড় ভাই সৌদি প্রবাসী ফরিদুলের স্ত্রী মোছা: ফাতেমা বেগম, রুবেল প্রামাণিকের ছোট বোন আশামনি, রুবেল প্রামাণিকের ছোট বোন আশামনির শ্বশুর মোঃ আনোয়ার হোসেন, রুবেল প্রামাণিকের ছোট বোন আশামনির শ্বাশুড়ি মোছা: আমেনা বেগমসহ অনেকেই।
বক্তাগণ হত্যাকান্ডের সাথে জড়িত নয় এবং সম্পূর্ণ নির্দোষ সৌদি প্রবাসী ফরিদ প্রামাণিকের অনতিবিলম্বে মুক্তি ও মৃত্যুর সাথে পাঞ্জা লড়া রুবেল প্রামাণিকের লিখিত বর্ণনা মোতাবেক প্রকৃত খুনীদের গ্রেফতার ও ফাঁসীর দাবী জানান। পাশাপাশি তারা বাদি ও তার পরিবারের লোকজনদের প্রতি বিভিন্নভাবে পুলিশী হয়রাণী বন্ধের জোর দাবী জানান।

এই বিভাগের আরোও খবর

Logo