মাগুরারশালিখাতে জামায়াত ইসলাম এর প্রীতি সমাবেশ

তারিকুল ইসলাম প্রকাশিত: ২০ এপ্রিল , ২০২৫ ১৩:৩০ আপডেট: ২০ এপ্রিল , ২০২৫ ১৩:৩০ পিএম
মাগুরারশালিখাতে জামায়াত ইসলাম এর প্রীতি সমাবেশ
শালিখা উপজেলার হাজরা হাটি তদন্ত কেন্দ্রের সামনে হাই স্কুল মাঠেআজ বিকাল ৪ টায় বাংলাদেশ জামায়াত ইসলাম এরএক প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

শালিখা উপজেলার হাজরা হাটি তদন্ত কেন্দ্রের সামনে হাই স্কুল মাঠেআজ বিকাল ৪ টায় বাংলাদেশ জামায়াত  ইসলাম এরএক প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আলোচনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, শালিখা উপজেলা জামায়াতের সভাপতি অধ্যাপক আফসার আলী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা জেলা আমির অধ্যাপক এম বি বাকের। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ,যশোর জেলা জামায়াতে ইসলাম এর আমির  অধ্যাপক গোলাম রসুল, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, নড়াইল জেলা জামায়াত ইসলাম  এর আমির এডভোকেট আতাউর রহমান বাচ্চু। প্রধান বক্তা হিসেবে ছিলেন শরিফুল ইসলাম নান্দু শিকদার। সমাবেশে বক্তারা বলেন, দেশকে দুর্নীতিমুক্ত রাখতে হলে জামায়াতকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। এই সমাবেশে  আরও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াত  নেতা মোহাম্মদ হায়াত মাহমুদ , এডভোকেট ফরিদ আহমেদ, মোঃ মুশফিকুর রহমান, পুলিশ প্রশাসন, সাংবাদিকবৃন্দ সহ তিন জেলার জামায়াতে র শত শত নেতা ও কর্ম বৃন্দ।

এই বিভাগের আরোও খবর

Logo