যশোরের অভয়নগর উপজেলার ঐতিহ্যবাহী মহিলাদের জন্য একমাত্র দ্বীনি প্রতিষ্ঠান মহাকাল বিসিসি মোজাদ্দেদিয়া মহিলা দাখিল মাদ্রাসার এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) মাদ্রাসার অফিসকক্ষে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা কর্তৃক গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা অনুযায়ী ১৭/০৪/২৫ ইংরেজী তারিখে এডহক কমিটির সভাপতিসহ অন্যান্য সদস্যদের মনোনয়ন দেয়া হয়। সভাপতি মনোনীত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক নওয়াপাড়া পৌরসভার এক নম্বর ওয়ার্ল্ডের জামায়াতে ইসলামী বাংলাদেশের সভাপতি এমডি আল মাহমুদ। সদস্য সচিব হয়েছেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত সুপার মাওলানা আবু তাহের, এছাড়া শিক্ষক প্রতিনিধি এসএম মঈনউদ্দিন এবং অভিভাবক সদস্য মহিদুল ইসলাম।এই কমিটি আগামী ছয় মাসের জন্য মনোনীত হয়েছেন। পরিচিতি সভায় উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সভাপতি এম ডি আল মাহমুদ,সদস্যসচিব ভারপ্রাপ্ত সুprপার আবু তাহের,শিক্ষক সদস্য এসএম মঈনুদ্দিন, অভিভাবক সদস্য মহিদুল ইসলাম, মহাকাল কলেজিয়েট স্কুলের সভাপতি শাহাজাহান সিরাজ এবং সভাপতির সফরসঙ্গী ও শিক্ষক কর্মচারীগণ।