বগুড়ার শাজাহানপুর উপজেলার পারতেখুর কুষাগাড়ী গ্রামের মৃত জয়নাল আবেদীন জায়দার ছেলে আব্দুল জব্বার ঘুটু (৪৫) এর নিজ বাড়ীর গোয়াল ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। স্থানীয়দের সহায়তায় প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়।
মঙ্গলবার (২৬ জুলাই) দুপুর ১২:৩০ মিনিটে এ ঘটনা ঘটে। আগুনে গোয়ালে থাকা ২ টি গরু পুড়ে মারা যায় এবং গোয়াল ঘরে রাখা জিনিস পত্র আগুনে পুড়ে প্রায় অনুমান ৪,০০০০০/- (চার লক্ষ) টাকার মতো ক্ষয়ক্ষতি হয়।
পুলিশ জানান, এ বিষয়ে শাজাহানপুর থানায় জিডি করা হয়েছে। শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের বিষয়ে সর্তকতা মূলক বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।