বীরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

মোঃ ফেরদৌস ওয়াহিদ সবুজ প্রকাশিত: ২১ এপ্রিল , ২০২৫ ১৩:২৯ আপডেট: ২১ এপ্রিল , ২০২৫ ১৩:২৯ পিএম
বীরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
দিনাজপুরের বীরগঞ্জবাসীর উপর মিথ্যা মামলা ও গাড়ি চাপায় প্রাণ -নাশের হুমকি এবং উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ঢেপা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


দিনাজপুরের বীরগঞ্জবাসীর উপর মিথ্যা মামলা ও গাড়ি চাপায় প্রাণ -নাশের হুমকি এবং উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ঢেপা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  রবিবার বেলা ১১ টায় পুরাতন শহীদ মিনার চত্ত্বরে পশ্চিম পাল্টাপুর ইউনিয়নের ভোগডোমার এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।  পাল্টাপুর ইউনিয়নের পশ্চিম ভোগডোমার নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং  এলাকাবাসীর উপর মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  বিক্ষোভ সমাবেশ দেলোয়ার হোসেন, মজিবুর, ইউনুস আলী, নজরুল, মঈনু মিয়া বলেন প্রভাবশালী একটি দুষ্টচক্র  ভোগডোমা ঢেপা নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এতে নদীর পাড় ভেঙে এলাকার রাস্তাঘাট, ফসলের জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে।  নদীর স্বাভাবিক স্রোতধারা ব্যাহত হওয়াসহ পরিবেশের মারাত্মকভা ক্ষতি সাধন হচ্ছে।  এই রাস্তা দিয়ে প্রতিদিন ৫০ হাজার মানুষ চলাচল করতে গিয়ে ছোট-বড় দুর্ঘটনা ও ভোগান্তিতে পোহায়।  ইতিপূর্বে একটি শিশুর মৃত্যুসহ বিদ্যালয়ের পাঠদান বিঘ্ন হচ্ছে। 
বিক্ষোভ সমাবেশ শেষে আন্দোলনকারীর পক্ষে ওয়াহেদ আলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এই বিভাগের আরোও খবর

Logo