বানারীপাড়ায় হিন্দু,বৌদ্ধ,খ্রিস্টান কল্যান ফ্রন্টের আহবায়ক কমিটি গঠিত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১০ জুলাই , ২০২৫ ১৫:৪৪ আপডেট: ১০ জুলাই , ২০২৫ ১৫:৪৪ পিএম
বানারীপাড়ায় হিন্দু,বৌদ্ধ,খ্রিস্টান কল্যান ফ্রন্টের আহবায়ক কমিটি গঠিত

বরিশালের বানারীপাড়ায় বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ,খ্রিস্টান কল্যান ফ্রন্টের ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বরিশাল জেলা হিন্দু,বৌদ্ধ,খ্রিস্টান কল্যান ফ্রন্টের আহবায়ক মন্টু চন্দ্র বৈদ্য ও সদস্য সচিব দেবাশীষ রায়'র স্বাক্ষরিত পত্রে কল্যান ফ্রন্টের বানারীপাড়া উপজেলা কমিটির  বাবু আশীষ কুমার কুন্ডু আহবায়ক ও বিটু লাল দে'কে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি করা হয়েছে।কমিটির যুগ্ম আহবায়ক'রা হলেন মাষ্টার কমল কান্তি বিশ্বাস, অমৃত লাল রায়, এ্যাডওয়ার্ড নান্নু বিশ্বাস, গোবিন্দ সাহা। নব গঠিত কমিটির সদস্যরা হলেন উজ্জ্বল কুন্ডু, কেশব লাল রায়, রতন দাস, সজল সাহা, প্রিয়লাল ঘোষ, রাজিব চ্যেটার্জি, সত্য রঞ্জন সরকার, শিমুল সাহা, বিশ্বজিৎ দেবনাথ, সুইট বার্ড অধিকারী,  অ্যাড্রিব বাড়ৈ, মানিক মিস্ত্রি,  সজিব হালদার, মিলন বিশ্বাস, পারুল চৌধুরী, মাথ্রা মিস্ত্রি, হাসি মিস্ত্রি, সুব্রত মল্লিক, সুজন সাহা, দিপক বৈদ্য, তুষার নাটুয়া, তুলসী দত্ত, সুকান্ত মল্লিক, আকাস মল্লিক, সুরেশ বিক্রম, নিরঞ্জন হালদার, সুকেন রায়, দিলিপ বিশ্বাস,  নিতিশ দেবনাথ, অনিক মল্লিক, কাঞ্চন মল্লিক, চঞ্চল মিস্ত্রি, নেপাল ঘরামী, আমেশ রায় ও দুলাল পাল প্রমূখ।

এই বিভাগের আরোও খবর

Logo