পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় অর্থাভাবে চোখের চিকিৎসা করতে না পারা দুই দরিদ্র রোগীর সফল ছানি অপারেশন সম্পন্ন হয়েছে বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদের আর্থিক সহযোগিতায়।
পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় অর্থাভাবে চোখের চিকিৎসা করতে না পারা দুই দরিদ্র রোগীর সফল ছানি অপারেশন সম্পন্ন হয়েছে বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদের আর্থিক সহযোগিতায়। কাঁছিপাড়া ইউনিয়নের বাসিন্দা আব্দুল জব্বার (৫৫) এবং নাজিরপুর ইউনিয়নের কচুয়া গ্রামের ডালিয়া আক্তার (৩৫) দীর্ঘদিন ধরে চোখে ছানি ও ইভিইটিস সমস্যায় ভুগছিলেন। চিকিৎসার অভাবে দিনে দিনে তাদের দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাচ্ছিল। পরিবারের আর্থিক দুরবস্থার কারণে চিকিৎসা কার্যত বন্ধ ছিল। গত ২ জুলাই (বুধবার), ড. শফিকুল ইসলাম মাসুদের উদ্যোগে রাজধানীর অন্যতম সেরা চক্ষু চিকিৎসাকেন্দ্র ইবনে সিনা হাসপাতালে তাদের চোখের ছানি অপারেশন সম্পন্ন হয়। অপারেশন পরিচালনা করেন প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ ও সহকারী অধ্যাপক ডা. জাকিয়া ফারহানা। শুধু অপারেশনই নয়, চোখের যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা, ওষুধ ও অন্যান্য আনুষঙ্গিক খরচ বহন করেন ড. মাসুদ। অপারেশনের পর সুস্থ হয়ে স্বাভাবিক দৃষ্টিশক্তি ফিরে পাওয়ায় আবেগাপ্লুত আব্দুল জব্বার বলেন, "আমার চোখের আলো ফিরিয়ে দেয়ার জন্য আমি আজন্ম কৃতজ্ঞ থাকব ড. মাসুদ স্যারের প্রতি। আগে অস্পষ্ট দেখতাম, এখন আগের চেয়ে অনেক ভালো দেখি। আলহামদুলিল্লাহ।" ডালিয়া আক্তার বলেন, "টাকার অভাবে চিকিৎসা করাতে পারিনি। মাসুদ স্যারের সহায়তায় ডাক্তার দেখানো থেকে শুরু করে সফল অপারেশন পর্যন্ত হয়েছে। এখন চোখে পরিষ্কার দেখতে পাচ্ছি। স্যারের জন্য আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে দোয়া রইল।" উল্লেখ্য, ড. শফিকুল ইসলাম মাসুদ বাউফল উন্নয়ন ফোরাম ও বাউফল ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে দীর্ঘদিন ধরে অবদান রেখে চলেছেন।