বাউফলে জুলাই স্মৃতি ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত: দক্ষিণ কারখানার নাটকীয় জয়

মোঃ আশিকুর রহমান তুষার প্রকাশিত: ৬ জুলাই , ২০২৫ ১৬:২৬ আপডেট: ৬ জুলাই , ২০২৫ ১৬:২৬ পিএম
বাউফলে জুলাই স্মৃতি ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত: দক্ষিণ কারখানার নাটকীয় জয়

“খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর বাউফল উপজেলার কারখানা এলাকায় অনুষ্ঠিত হলো জুলাই স্মৃতি ও প্রীতি ফুটবল ম্যাচ ২০২৫।
 ৫ জুলাই বিকেল ৩টা ৩০ মিনিটে সুফিয়া খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে জমজমাট এ খেলার আয়োজন করে স্থানীয় যুব সমাজ।
প্রতিযোগিতামূলক এই ম্যাচে মুখোমুখি হয় চর কারখানা একাদশ ও দক্ষিণ কারখানা একাদশ। পুরো ম্যাচজুড়েই দর্শকদের মধ্যে ছিল টানটান উত্তেজনা। শেষ পর্যন্ত দক্ষতা ও একাগ্রতার মাধ্যমে দক্ষিণ কারখানা দল ২-১ গোলে জয়লাভ করে।
খেলা শেষে আয়োজকদের পক্ষ থেকে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি, রানার্সআপ ট্রফি এবং স্মারক মেডেল তুলে দেওয়া হয়। পরে খেলোয়াড়দের সাথে অতিথিরা শুভেচ্ছা বিনিময় করেন।
স্থানীয় দর্শকদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহে মাঠটি পরিণত হয় উৎসবমুখর পরিবেশে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও গণমানুষের প্রিয় নেতা ডা. শফিকুল ইসলাম মাসুদ। সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক মোঃ হারুন অর রশিদ।
আয়োজনের সার্বিক সমন্বয় করেন মোঃ আবুবকর সিদ্দিক, এবং খেলার সফল ব্যবস্থাপনায় ছিলেন মোঃ আসিফ মোল্লা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, “যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে দূরে রেখে স্বাস্থ্যকর বিনোদনের মাধ্যমে সচেতন করে গড়ে তোলাই আমাদের উদ্দেশ্য। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।”

এই বিভাগের আরোও খবর

Logo