ফরিদপুরে এনসিপি'র আহ্বায়ক নাহিদ ইসলাম

নাজিম বকাউল প্রকাশিত: ১৭ জুলাই , ২০২৫ ১৭:৫৪ আপডেট: ১৭ জুলাই , ২০২৫ ১৭:৫৪ পিএম
ফরিদপুরে এনসিপি'র আহ্বায়ক নাহিদ ইসলাম

ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন আমাদের কর্মসূচি শান্তিপূর্ণ অহিংস।  কিন্তু যদি কোন সন্ত্রাসী ফ্যাসিস্টরা আমাদের দিকে আসে তবে লাঠি হাতে গণ প্রতিরোধ গড়তে পিছপা হবো না। 
ফ্যাসিস্ট দের আশ্রয় কেন্দ্র গোপালগঞ্জ এবং গোপালগঞ্জের মানুষকে মুজিববাদ থেকে মুক্ত করেই ছাড়বো।  
গোপালগঞ্জে এনসিপির ওপর হামলার ঘটনায় সাধারণ মানুষকে হয়রানি না করে অবিলম্বে ফ্যাসিস্ট সন্ত্রাসীদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার কথা কথা বলেন তিনি। 
এ ঘটনায় ৪ জন নিহতের ঘটনায় তিনি বলেন, বিচার বহির্ভূত হত্যা আমরা চাই না। কিন্তু প্রশাসনের ঘাপটি  মেরে থাকা ফ্যাসিস্টদের জন্য সন্ত্রাসীরা গ্রেফতার হয়েও ছাড়া পেয়ে যাচ্ছে। 
এ সময় তিনি হুশিয়ারি উচ্চারণ করে তিনি, রিফাইন্ড আওয়ামী লীগকে যারা প্রতিষ্ঠ করতে চায় তাদেরকে সতর্ক করে বলেন গোপালগঞ্জে লাল মার্চ করে মুজিববাদ মুক্ত করেই ঘরে ফিরব। 
তিনি বিলেন  পদযাত্রা চলছে চলবে।  আগামী ৩ আগষ্ট এর মধ্যে পদযাত্রা সম্পন্ন করে কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই সনদ এর দাবীতে কর্মসূচি করা হবে বলেও জানান তিনি। জুলাই পদযাত্রার দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে  সমাবেশ করে জাতীয় নাগরিক পার্টি এমসিপি। দলটির আহবায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বুধবার গোপালগঞ্জে পদযাত্রায় নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা ও পরবর্তী সহিংসতার ঘটনায় আজকে ফরিদপুরের জনসভা ভিন্ন মাত্র পায়। সমাবেশ স্থলে বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে।  সমাবেশ উপলক্ষে শহরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ,  র‍্যাব, কোস্টগার্ড এর পাশাপাশি সেনা টহল জোরদার করা হয়।

এই বিভাগের আরোও খবর

Logo