পাংশায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৬ জুলাই , ২০২৫ ১৬:২৩ আপডেট: ৬ জুলাই , ২০২৫ ১৬:২৩ পিএম
পাংশায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

রাজবাড়ীর পাংশা পৌরসভার পুরাতন বাজার এলাকায় গলায় ফাঁস দিয়ে চামেলী বেগম (৩৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শনিবার (৫ জুলাই) দিবাগত রাতে স্বামীর নিজ ভবনে এ ঘটনা ঘটে। চামেলি বেগম ওই এলাকার কামাল মন্ডলের স্ত্রী। পরিবার সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে আনুমানিক ১টা থেকে ১টা ৪০ মিনিটের মধ্যে কোনো এক সময়ে এ ঘটনা ঘটে। স্বামী কামাল মন্ডল জানান, রাত একটার দিকে ঘুম ভেঙে চামেলীকে পাশে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পাশের কক্ষের দরজা বন্ধ দেখতে পেয়ে ডাকাডাকি করেন, কিন্তু সাড়া না পাওয়ায় ভাই সিরাজ মন্ডল ও মেয়ে অধরার সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানে দেখা যায়, চামেলী বেগম ঘরের সিলিং ফ্যানে ওড়না পেঁচিয়ে ঝুলে আছেন।

তাকে দ্রুত উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, চামেলী ও কামাল দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল।

ঘটনার খবর পেয়ে পাংশা থানার এসআই ওবায়দুর রহমান ঘটনাস্থলে পৌঁছান।পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, লাশ উদ্ধারপূর্বক ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এই বিভাগের আরোও খবর

Logo