নড়াইলে ময়না খানম নামের এক কলেজ শিক্ষার্থীকে অপহরনের করেছে বখাটেরা, সন্ধান মেলেনি এখনো।
২৩ আগষ্ট শনিবার বিকালে নড়াইলের বড়দিয়া বাজার থেকে টিউশন পড়ে নিজ বাড়ীতে ফেরার পথে দেলোয়ার হোসেন দুলুর কলেজ পড়ুয়া মেয়ে ময়না খানমকে অপহরণ করেছে বখাটে হৃত্বিক কাজী ও তার লোকজন।
জানাগেছে অভিযুক্ত হৃতিক কাজী দীর্ঘদিন যাবৎ ময়না খানমকে অনৈতিক সম্পর্কের প্রস্তাব দিয়ে উত্যক্ত করতো ও ভয় ভীতি দেখাতো। ময়না তার প্রস্তাবে রাজী না হয়ে বিষয়টি তার অবিভাবকদের জানালে বখাটে হৃত্বিক কাজী ক্ষিপ্ত হয়ে পড়া শেষ করে ফেরার পথে জোরপূর্বক ময়নাকে অপহরন করে তুলে নিয়ে যায়। শেষ খবরপাওয়া পর্যন্ত সন্ধান মেলেনি অপহৃত ময়না খানমের।
ইন্টার সেকেন্ড ইয়ারের শিক্ষার্থী ময়না খানম বড়দিয়া এলাকার মুন্সী দেলোয়ার হোসেন দুলু ও বিলকিস বেগমের কন্যা।
এবিষয়ে অপহৃত ময়না খানমের পিতা থানায় অভিযোগ করেছেন বলে জানা গেছে।