গণঅধিকার পরিষদের সভাপতি ও ভিপি নূরের উপর হামলার প্রতিবাদে নেত্রকোণার কেন্দুয়ায় বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার (১ সেপ্টেম্বর ) দিবাগত রাত ৯ টায় উপজেলা গণঅধিকার পরিষদ (জিওপি) এর আয়োজনে এ বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয় ।
বিক্ষোভ মিছিলটি মূলত কেন্দুয়া পৌরসভাস্থ কেন্দুয়া প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হতে দেখা যায় ।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা গণ অধিকার পরিষদের সভাপতি ও ভিপি নুরুল হক নুরের উপর অতর্কিত হামলা এবং গুরতর আহত করার
তীব্র নিন্দা জানান । সেই সাথে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন তারা ।
উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেন, উপজেলা গণ- অধিকার পরিষদের আহ্বায়ক খাইরুল ইসলাম, সদস্য সচিব উমর ফারুক (রবিন), যুগ্ম আহ্বায়ক হেলাল মিয়া, যুগ্ম সদস্য সচিব লাল মিয়া, নেত্রকোণা জেলা ছাত্র অধিকার পরিষদের সহ- সভাপতি এম এইচ সরকার (হিমেল)সহ গণ অধিকার পরিষদের স্থানীয় নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ।
প্রসঙ্গত গত ২৯ আগস্ট রাতে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয় । পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলায় নুরুল হক নূরসহ বেশ কয়েকজন আহত হন ।