কোন অযুহাতে নির্বাচন পেছানো যাবে না

মাসুদ রেজা ফিরোজী প্রকাশিত: ৪ সেপ্টেম্বর , ২০২৫ ১৭:৩৩ আপডেট: ৪ সেপ্টেম্বর , ২০২৫ ১৭:৩৩ পিএম
কোন অযুহাতে নির্বাচন পেছানো যাবে না

বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার (৪  সে্প্টেম্বর ) দুপুরে মাদারীপুরের কালকিনি থানার মোড় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালকিনি উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হয়েছে। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাসুক বলেছেন, একটি অনির্বাচিত সরকারের চাইতে নির্বাচিত সরকার শতভাগ ভালো কারণ একটি অনির্বাচিত সরকার বেশিদিন টিকে থাকতে পারে না তাই কোন অযুহাতে নির্বাচন পেছানো যাবে না। যে তারিখে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে সেই তারিখে নির্বাচন হতে হবে। এনসিপি ও জামায়েত ইসলামি পিআর বোঝে, বাংলাদেশের জনগণ পিআর পদ্ধতি জানে না, আমরা বলেছি প্রচলিত আইনে ও সংবিধানে যেভাবে আছে সেভাবে করে নির্বাচন হবে এবং নির্বাচন হবে ফ্রি এন্ড ফেয়ার যেখানে উৎসবমুখর পরিবেশে জনগণ তাদের ভোট দিতে পারবে।

খন্দকার মাসুক নেতাকর্মীদের উদ্দেশ্যে আরো বলেন, আমরা আংশিক জয় হয়েছি আগামীদিনে ভোটের অধিকার প্রতিষ্ঠা করা পর্যন্ত আমাদেরকে আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে। রাষ্ট্রের মালিক জনগণ জনগণের কাছে যতদিন রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দিতে না পারব ততদিন বিএনপির নেতাকর্মীদের অতন্দ্র প্রহরীর মতো থাকতে হবে।

এসময় কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাড. মিজানুর রহমান বেপারির সভাপতিত্বে  উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন হাওলাদার, মাদারীপুর সরকারি কলেজের সাবেক ভিপি সরোয়ার হোসেন প্রমুখ। এতে সঞ্চালনায় ছিলেন মাদারীপুর জেলা কৃষকদলের সদস্য সচিব অহিদুজ্জামান।

এই বিভাগের আরোও খবর

Logo