নকলায় বাস-সিএনজি সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫

নাম :রেজাউল হাসান প্রকাশিত: ৭ জুলাই , ২০২৫ ১৭:০৪ আপডেট: ৭ জুলাই , ২০২৫ ১৭:০৪ পিএম
নকলায় বাস-সিএনজি সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫

শেরপুরের নকলা উপজেলায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত এবং নারীসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। সোমবার (৭ জুলাই) বেলা ১১টার দিকে নকলা পাইস্কা বাইপাস মোড়ে ঢাকাগামী একটি বাসের সঙ্গে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী সিএনজির সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সিয়াম পরিবহনের একটি যাত্রীবাহী বাস শেরপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে পাইস্কা বাইপাস মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যায় সিএনজির যাত্রী দম্পতি প্রসনজিৎ ও তন্দ্রার একমাত্র শিশু কন্যা। আহত হন সিএনজি চালক বাবলা, যাত্রী তন্দ্রা, তার স্বামী প্রসনজিৎ, সেতু ও ইমরান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, “ঘটনার পর সিয়াম পরিবহনের বাসটিকে আটক এবং দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজিটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”
স্থানীয়দের দাবি, বারবার দুর্ঘটনা ঘটলেও বাইপাস মোড় এলাকায় এখনো কোনো ট্রাফিক সিগনাল বা সঠিক গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে ওঠেনি, যার ফলে প্রাণঘাতী দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

এই বিভাগের আরোও খবর

Logo