নওগাঁর বদলগাছী উপজেলার বেগুন জোয়ার এলাকা থেকে বিপুল পরিমান গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫

সুবাস চন্দ্র প্রকাশিত: ১০ জুলাই , ২০২৫ ১৫:১৫ আপডেট: ১০ জুলাই , ২০২৫ ১৫:১৫ পিএম
নওগাঁর বদলগাছী উপজেলার বেগুন জোয়ার এলাকা থেকে বিপুল পরিমান গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫

র‌্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে । জঙ্গি, সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষণ মামলার আসামীসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্প কর্তৃক ০৯ জুলাই ২০২৫ তারিখ ১১:২০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলার বদলগাছী থানাধীন বেগুন জোয়ার এলাকায় অভিযান চালিয়ে ১৪.৪ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ মাদক ব্যবসায়ী সোহরাব’কে গ্রেফতার করে।গ্রেফতারকৃত আসামী সোহরাব চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করতঃ নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র‌্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল গ্রেফতারকৃত আসামী সোহরাব এর গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। ০৯-০৭-২০২৫ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলার বদলগাছী থানাধীন বেগুন জোয়ার এলাকায় অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের সময় র‌্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী সোহরাব’কে আটক করে। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে আসামীর দখলে থাকা অবৈধ মাদকদ্রব্য গাঁজা ১৪.৪ কেজি ও মোবাইল ফোন ০২টি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে উল্লেখিত মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের কথা স্বীকার করে এবং তার পুরো নাম- মোঃ সোহরাব হোসেন (৪৫), পিতা-মৃত জনাব আলী মন্ডল, সাং-বেগুন জোয়ার, থানা-বদলগাছী, জেলা-নওগাঁ মর্মে জানান। মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নওগাঁ জেলার বদলগাছী থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

এই বিভাগের আরোও খবর

Logo