তানোর পৌরসভার সিন্দুকাই ফুটবল মাঠে দুই দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৬ মে , ২০২৫ ১৭:৩০ আপডেট: ৬ মে , ২০২৫ ১৭:৩০ পিএম
তানোর পৌরসভার  সিন্দুকাই ফুটবল মাঠে দুই দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল

তানোর পৌরসভার( ৪নাম্বার ওয়ার্ডে) ৫ মে সিন্দুকাই ফুটবল মাঠে আজ সন্ধ্যা থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। সোমবার (৫ মে) ও মঙ্গলবার (৬ মে) সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত চলবে এ মহতী ধর্মীয় অনুষ্ঠান। মাহফিলটি স্থানীয় ধর্মপ্রাণ মুসলিমদের মাঝে ব্যাপক উৎসাহ ও আগ্রহের সৃষ্টি করেছে। প্রথম দিনের মাহফিলে সভাপতিত্ব করবেন মাওলানা মোঃ মোকছেদ আলী এবং সহ-সভাপতির দায়িত্ব পালন করবেন এসএম আরজান আলী। দ্বিতীয় দিনের মাহফিলে সভাপতিত্ব করবেন জনাব মাওলানা সিরাজুল ইসলাম এবং সহ-সভাপতির দায়িত্বে থাকবেন জনাব অধ্যাপক আব্দুস সালাম। উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তানোর-গোদাগাড়ী-১ জাতীয় সংসদ আসনের সাবেক সংসদ সদস্য, অধ্যাপক মুজিবুর রহমান। দুই দিনব্যাপী এ মাহফিলে প্রধান আলোচক হিসেবে প্রথম দিন বক্তব্য প্রদান করবেন প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ মুফতি মাওলানা বজলুর রশিদ মিয়া (বগুড়া) এবং দ্বিতীয় দিনে আলোচনা করবেন মুফতি মাওলানা আমির হামজা (কুষ্টিয়া)।
তাফসীরুল কোরআন মাহফিলকে সফল ও মর্যাদাপূর্ণ করার লক্ষ্যে স্থানীয় মাওলানা বৃন্দ এবং উলামায়ে কেরামগণও উপস্থিত থাকবেন এবং আলোচনা করবেন কোরআনের বিভিন্ন তাফসীর ও জীবনঘনিষ্ঠ বার্তা নিয়ে।
মাহফিলটি মহিলাদের অংশগ্রহণের বিষয়েও গুরুত্বারোপ করেছে; মহিলাদের জন্য রয়েছে পৃথক বসার ও পর্দার সুব্যবস্থা। পাশাপাশি, অংশগ্রহণকারীদের সুবিধার্থে প্রজেক্টরের মাধ্যমে পুরো মাহফিল সরাসরি সম্প্রচারেরও ব্যবস্থা থাকবে।
স্থানীয় আয়োজক কমিটি ধর্মপ্রাণ মুসলমানদের নির্দিষ্ট সময়ে উপস্থিত থেকে কোরআনের জ্ঞানে সমৃদ্ধ হতে এবং মাহফিলকে সফল করে তুলতে উদাত্ত আহ্বান জানিয়েছেন।

এই বিভাগের আরোও খবর

Logo