তানোরে ভিক্ষুক পুনর্বাসনে ছাগল ও নগদ অর্থ বিতরণ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৯ এপ্রিল , ২০২৫ ১১:১৩ আপডেট: ২৯ এপ্রিল , ২০২৫ ১১:১৩ এএম
তানোরে ভিক্ষুক পুনর্বাসনে ছাগল ও নগদ অর্থ বিতরণ
রাজশাহীর তানোর উপজেলায় ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রমের আওতায় ১০ জন উপকারভোগীর মধ্যে ১০টি ছাগল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে

রাজশাহীর তানোর উপজেলায় ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রমের আওতায় ১০ জন উপকারভোগীর মধ্যে ১০টি ছাগল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান।
উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খান এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, উপকারভোগী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান উপকারভোগীদের উদ্দেশ্যে বলেন,এই ছাগলগুলো বিক্রি করে দেওয়া যাবে না। এগুলো অনুদানের ছাগল মনে না করে নিজের সম্পদ হিসেবে যত্ন সহকারে লালন-পালন করবেন। নিয়মিত পরিচর্যা করলে ছাগলগুলো বৃদ্ধি পাবে এবং এর মাধ্যমে বাড়তি আয় নিশ্চিত হবে। সবচেয়ে বড় কথা, পুনর্বাসনের এই সহায়তার মাধ্যমে আপনারা যাতে ভিক্ষাবৃত্তির পেশা থেকে ফিরে আসেন, সেটাই আমাদের লক্ষ্য।
তিনি আরও বলেন, সরকার অসহায় জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে নানা কর্মসূচি গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে এ ধরনের পুনর্বাসন কার্যক্রম পরিচালিত হচ্ছে। উল্লেখ্য, প্রতিটি উপকারভোগীকে একটি করে ছাগল এবং তার সঙ্গে প্রয়োজনীয় প্রাথমিক খরচের জন্য নগদ অর্থ প্রদান করা হয়। ভবিষ্যতে ছাগলের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে উপকারভোগীরা স্বাবলম্বী হয়ে নিজেদের জীবিকা নির্বাহে সক্ষম হবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
অনুষ্ঠান শেষে উপকারভোগীরা ছাগল ও নগদ অর্থ গ্রহণ করে সন্তোষ প্রকাশ করেন এবং সরকারি সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান।

এই বিভাগের আরোও খবর

Logo