তানোরে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৬ মে , ২০২৫ ১৬:১২ আপডেট: ৬ মে , ২০২৫ ১৬:১২ পিএম
তানোরে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

রাজশাহীর তানোর উপজেলার পারিশো গ্রামে পুকুরে ডুবে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশুটির নাম নাবিল হোসেন। সে পারিশো গ্রামের দেলোয়ার হোসেনের পুত্র। হৃদয়বিদারক এ ঘটনা ঘটেছে সোমবার (৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কামারগাঁ ইউনিয়নের পারিশো গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশের পুকুর পাড়ে খেলা করছিল ছোট্ট নাবিল। পরিবারের সদস্যদের অগোচরে হঠাৎ করে সে পুকুরের পানিতে পড়ে যায়। শিশুটিকে দেখতে না পেয়ে তার স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে ভেসে ওঠে নাবিলের নিথর দেহ। শিশুটিকে উদ্ধার করে তড়িঘড়ি করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবারে চলছে শোকের মাতম, কান্নায় ভেঙে পড়েছেন স্বজনেরা। এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি)

আফজাল হোসেন জানান, শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

এই বিভাগের আরোও খবর

Logo