তানোরে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১ মে , ২০২৫ ১২:৫৬ আপডেট: ১ মে , ২০২৫ ১২:৫৬ পিএম
তানোরে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

রাজশাহী তানোর (১ মে ২০২৫) আজ সকাল ১১ টায় শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা ও ইসলামী মূল্যবোধের বাস্তবায়ন—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজশাহীর তানোর থানার মোড়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন-এর উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
র‍্যালিটি তানোর থানার প্রধান মোড় থেকে শুরু হয়ে গোল্লাপাড়া বাজারের  গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশগ্রহণ করেন শ্রমিক ফেডারেশনের স্থানীয় নেতৃবৃন্দ, শ্রমিক শ্রেণির মানুষ ও সাধারণ জনগণ। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর ছিল পুরো এলাকাটি। উপস্থিত বক্তারা শ্রমজীবী মানুষের অধিকার, ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং ইসলামি সমাজ ব্যবস্থার আলোকে শ্রমনীতি বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন। র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন তানোর উপজেলা শাখার সভাপতি জনাব কাজী মোঃ আফজাল হোসেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব মাওলানা শফিকুল ইসলাম । বক্তারা বলেন, "শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় ছাড়া একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব নয়। ইসলাম আমাদের শিখিয়েছে শ্রমিকদের প্রাপ্য বুঝিয়ে দিতে হবে ঘাম শুকানোর আগেই। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে শ্রমিকদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আগামী দিনগুলোতেও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে।

এই বিভাগের আরোও খবর

Logo