ঢাকায় জিয়ার মাজারে নীলফামারী জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৮ আগস্ট , ২০২৫ ১৭:৫৬ আপডেট: ১৮ আগস্ট , ২০২৫ ১৭:৫৬ পিএম
ঢাকায় জিয়ার মাজারে নীলফামারী জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির শ্রদ্ধা নিবেদন
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে নবগঠিত নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক কমিটি।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে নবগঠিত নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক কমিটি। শনিবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ রাষ্ট্রপতির মাজারে এ শ্রদ্ধা নিবেদন কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, “শহীদ জিয়া ছিলেন বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাতা, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার প্রতীক। তার আদর্শকে ধারণ করেই বর্তমান আন্দোলন-সংগ্রামে দলকে এগিয়ে নিতে হবে।”শ্রদ্ধা নিবেদনের পর সেখানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে শহীদ জিয়াউর রহমানসহ প্রয়াত নেতৃবৃন্দের আত্মার মাগফেরাত কামনা করা হয়।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নীলফামারী-০১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন, নবগঠিত জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, সদস্য সচিব এএইচএম সাইফুল্লাহ রুবেলসহ জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
দলীয় সূত্রে জানা গেছে, নবগঠিত আহ্বায়ক কমিটি ভবিষ্যতে দলের সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে মাঠে কার্যকর ভূমিকা রাখবে।

এই বিভাগের আরোও খবর

Logo