ঝিনাইদহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মোঃ রাসেল হোসেন প্রকাশিত: ২২ জুলাই , ২০২৫ ১৫:২০ আপডেট: ২২ জুলাই , ২০২৫ ১৫:২০ পিএম
ঝিনাইদহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা  অনুষ্ঠিত
ঝিনাইদহ পুলিশ সুপার মহোদয় কল্যাণ সভার শুরুতেই গত মাসের কল্যাণ সভায় প্রস্তাবিত কল্যাণ মূলক দাবি সর্বসম্মতিক্রমে বাস্তবায়ন করেন এবং বিভিন্ন থানা,ফাঁড়ি,তদন্ত কেন্দ্র,ক্যাম্প থেকে আগত অফিসার ও ফোর্স এবং পুলিশ লাইন্সের অফিসার ও ফোর্সদের সাথে সামগ্রিক সমস্যা নিয়ে কথা বলেন।

পুলিশ সুপার মহোদয় তাদের উল্লেখিত সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট পুলিশ অফিসারদের নির্দেশ প্রদান করেন। বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কাজ থেকে বিরত থেকে জনসাধারণের সর্বোচ্চ পুলিশী সেবা প্রদানের জন্য আহবান জানান।
পরবর্তীতে ঝিনাইদহ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত।
সভায় ঝিনাইদহ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনজুর মোরশেদ,
বিপিএম,জেলার অপরাধ পরিসংখ্যান,অপরাধ নিবারণ,আইন-শৃঙ্খলা পরিস্থিতি,মামলা রুজু ও নিষ্পত্তি পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলা সমূহের তদন্তের অগ্রগতি সম্পর্কে আলোচনা করেন।
তিনি সকলকে সততা,নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানান।
পুলিশ সুপার মহোদয় জুন মাসের ভালো কাজের স্বীকৃতি স্বরূপ অফিসার ও ফোর্সদের মাঝে নগদ অর্থ পুরস্কার প্রদান করেন। 
সভার সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ মনজুর মোরশেদ বিপিএম,পুলিশ সুপার,ঝিনাইদহ।
এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ ইমরান জাকারিয়া,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),জনাব মোঃ মাহফুজ হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার,সদর সার্কেল,জনাব মোঃ মুন্না বিশ্বাস,অতিরিক্ত পুলিশ সুপার,কোটচাঁদপুর সার্কেল,সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১,অফিসার ইনচার্জ,জেলা গোয়েন্দা শাখা, ট্রাফিক ইন্সপেক্টর,কোর্ট ইন্সপেক্টর  সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা,অফিসার ও ফোর্সবৃন্দ।

এই বিভাগের আরোও খবর

Logo