জামালপুরের আ.লীগ, মহিলা লীগ আত্মগোপনে থেকে ফেসবুকে সরকার বিরোধী পোস্ট করে দলকে সক্রিয় করার চেস্টা করছে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৩ আগস্ট , ২০২৫ ১৯:৩১ আপডেট: ৩ আগস্ট , ২০২৫ ১৯:৩১ পিএম
জামালপুরের আ.লীগ, মহিলা লীগ আত্মগোপনে থেকে ফেসবুকে সরকার বিরোধী পোস্ট করে দলকে সক্রিয় করার চেস্টা করছে

জামালপুর জেলা শহরসহ সাতটি উপজেলায় আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নামে মামলা হওয়ায় গ্রেপ্তারের ভয়ে আত্মগোপনে রয়েছেন। তারা আত্মগোপনে থেকেও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অন্তর্বতী সরকার বিরোধী বিভিন্ন উসকানিমূলক লেখা পোস্ট করে দলকে সক্রিয় করার চেস্টা করছেন। জামালপুরবাসী পুলিশ প্রশাসনকে তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।

জামালপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ফারহানা সোমা, ইসলামপুর উপজেলার সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক, জেলা কৃষক লীগের সহসভাপতি নাসের বাবুল, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা যুঁথী, মহিলা লীগ নেত্রী জোনাকী তাদের ফেসবুকে অন্তর্বতী সরকারের উপদেস্টা ড. ইউনুসকে নিয়ে বিভিন্ন লেখা পোস্ট করে তাকে বির্তকিত করছেন।

জামালপুর যুব মহিলা লীগের সভাপতি ফারহানা সোমা তার ফেসবুক পোস্টে লেখেন, শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ ছিলো, আমরা সবাই শেখ হাসিনাকে আবার দেশে ফিরিয়ে আনবো, সেনাবাহিনীর একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন এরা কি সেনাবাহিনী নাকি পাকবাহিনী ? সাবেক ইসলামপুর উপজেলা চেয়ারম্যান নাসের বাবুল তার ফেসবুক থেকে বিভিন্ন উসকানিমূলক ও মিথ্যা ভিডিও শেয়ার করে অপপ্রচার করে যাচ্ছেন।
ইসলামপুর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি, ইসলামপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা যুঁথীর বাবা উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল্লাহ আল সাজুকে (৩১ জানুয়ারি) গ্রেপ্তার করে পুলিশ। ২০২৪ সালের ৪ আগস্ট ইসলামপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় আবিদা সুলতানা যুঁথী আত্মগোপনে চলে যান। যুঁথী আত্মগোপনে থেকেও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন লেখা পোস্ট করে দলীয় নেতা-কর্মীদেরকে সক্রিয় করার চেস্টা করছেন। তাঁরা এখনো সবাই আত্মগোপনে আছেন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন বলেন, পতিত স্বৈরাচারের প্রধান শেখ হাসিনা পালিয়ে গিয়ে ভারত বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আর বাংলাদেশে আত্মগোপনে থাকা তার আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অন্তর্বতী সরকারের বিরুদ্ধে কুরুচিপূর্ণ লেখা পোস্ট, অপপ্রচার  ও ষড়যন্ত্র করে আবার দেশকে অস্থিতিশীল করার চেস্টা করছে। আমরা বিএনপি তাদের ব্যাপারে সতর্ক আছি। তিনি পুলিশ প্রশাসনকে দ্রুত তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান।

এই বিভাগের আরোও খবর

Logo