ভূমি দস্যুদের দখলে খাল,দেখার কেউ নাই,গড়ে উঠছে অবৈধ ভবন,আড়ালে বড় ভাইদের তদবির

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৩ আগস্ট , ২০২৫ ১৯:৩২ আপডেট: ৩ আগস্ট , ২০২৫ ১৯:৩২ পিএম
ভূমি দস্যুদের দখলে খাল,দেখার কেউ নাই,গড়ে উঠছে অবৈধ ভবন,আড়ালে বড় ভাইদের তদবির

নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায় বিভিন্ন ইউনিয়নে,বাজার কেন্দ্রিক অবৈধভাবে গড়ে উঠেছে খালের উপর ভাবন।
নোয়াখালীর পূর্বাঞ্চল তথায় সেনবাগ উপজেলায় সরকারি খাল গুলোতে স্রোত ফিরিয়ে আনতে এবং জ/লা/বদ্ধতা নিরসনের অবৈ/ধভাবে গড়ে উঠা স্থাপনা গুলো দখ/লমুক্ত করে খাল সংস্কার বা পুনঃ খনন জরুরী।এক্ষেত্রে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কাম্য। 

নিম্নে উল্লেখযোগ্য কয়েকটি খালের নাম দেয়া হলো-

ফেনী- নোয়াখালী ফোর লেইন মহাসড়ক সংলগ্ন চৌমুহনী হইতে জমিদারহাট ও সেনবাগের সেবারহাট পর্যন্ত সরকারি খাল অবৈ/ধভাবে গড়ে উঠা স্হাপনা গুলো
 দ/খলমুক্ত ও পুনঃ খনন জরুরী। 
সেনবাগ পৌর শহরের জেলা পরিষদ মার্কেট কইতে রাস্তার মাথা পর্যন্ত সড়ক সংলগ্ন সরকারি খাল
 অ/বৈ/ধভাবে ভরে ওঠা স্হাপনা দ/খল মুক্ত ও খাল পুনঃ খনন জরুরী। 
সেনবাগ উপজেলার বুক চিরে অবস্থিত শেখ সুফি ও বদু গাজীর সরকারি পুরো খাল পুনঃ খনন জরুরী। 
সেনবাগ উপজেলার ছাতারপাইয়া হইতে কানকির হাট - মইশাই  হয়ে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বকগঞ্জ বাজার পর্যন্ত সরকারি খাল অবৈ/ধভাবে গড়ে ওঠা স্হাপনা সমূহ দ/খল মুক্ত ও খাল পুনঃ খনন জরুরি। 
সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের তেমুহনী  বাজার হইতে ছাতারপাইয়া বাজার- সোনাইমুড়ীর কাশিপুর বাজার হয়ে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজার পর্যন্ত সরকারিখালের অবৈ/ধভাবে গড়ে ওঠা স্থাপনা দ?খল মুক্ত ও পুনঃ খনন জরুরী।
সেনবাগ উপজেলার গাজীরহাট হইতে নিজ সেনবাগ - মগুয়া হয়ে সেনবাগ পৌর শহরের শেখ সুফি খালের 
দ/খলমুক্ত করে পুনঃ খনন জরুরি। 
সেনবাগ উপজেলার ছিলোনীয়া বাজার ও হাজীরহাট বাজারের দুইটি সরকারি খাল অবৈ/ধভাবে গড়ে ওঠা স্থাপনা সমূহ দ/খল মুক্ত করে পুন: খনন জরুরী।

সেনবাগ উপজেলায় সরকারি খাল গুলোতে স্রোত ফিরিয়ে আনতে এবং জ/লা/বদ্ধতা নিরসনের অবৈ/ধভাবে গড়ে উঠা স্থাপনা গুলো দখ/লমুক্ত করে খাল সংস্কার বা পুনঃ খনন জরুরী।এক্ষেত্রে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কাম্য। 

এই বিভাগের আরোও খবর

Logo