ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপির (একাংশ) আয়োজনে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. মিজানুর রহমান (রাসেল মুন্সি) এর অকাল মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) সন্ধার পর উপজেলা দলীয় কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলে সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক, ঝালকাঠি জেলা ছাত্রদলের সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও ঝালকাঠি-১ (কাঠালিয়া- রাজাপুর) আসনের বিএপির মনোনয়ন প্রত্যাসী গোলাম আজম সৈকত।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অধ্যাপক মো. খায়রুল আলম খোকন, শৌলজালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা অধ্যাপক মো. ফজলুর রহমান ফুল, মালয়েশিয়া শাখা সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি গোলাম কবির।
উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মো. মিজানুর রহমান আকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিম, উপজেলা কৃষকদলের আহবায়ক মো. আ. মালেক, সদস্য সচিব মো. শহিদুল ইসলাম শহিদ,সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজের ছাত্র দলের সভাপতি সৈকত রয়,সাধারণ সম্পাদক অন্তত প্রমূখ। শোক সভাশেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, তিনি ১ জুলাই’ ২৫ মঙ্গলবার সন্ধ্যায় কাঠালিয়া বাসস্টান্ড জামে মসজিদের পাশের একটি দোকানে বসে হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সাথে সাথে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০