চট্টগ্রাম দামপাড়া পুলিশ লাইন্সস্থ কাউন্টার টেরোরিজম ইউনিট পরিদর্শন করেন সিএমপি কমিশনার মহোদয়

আহমদ উল্লাহ প্রকাশিত: ২১ আগস্ট , ২০২৫ ১৬:২৮ আপডেট: ২১ আগস্ট , ২০২৫ ১৬:২৮ পিএম
চট্টগ্রাম দামপাড়া পুলিশ লাইন্সস্থ কাউন্টার টেরোরিজম ইউনিট পরিদর্শন করেন সিএমপি কমিশনার মহোদয়

অদ্য ২০/০৮/২০২৫ ইং তারিখ সকাল ১১.০০ ঘটিকায় চট্টগ্রাম দামপাড়া পুলিশ লাইন্সস্থ কাউন্টার টেরোরিজম ইউনিট পরিদর্শন করেন সিএমপি কমিশনার জনাব হাসিব আজিজ বিপিএম মহোদয়। 
পরিদর্শনের শুরুতে কমিশনার মহোদয়কে ফুলের শুভেচ্ছা জানান কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ গোলাম রুহুল কুদ্দুস। এরপর সিএমপির একটি চৌকস টিম তাঁকে গার্ড অব অনার প্রদান করেন।
পরিদর্শনকালে তিনি বোম ডিসপোজাল মেশিন সহ সোয়াতের বিভিন্ন অত্যাধুনিক অস্ত্র সমূহের যথাযথ ব্যবহারের তদারকি করেন। এছাড়াও তিনি সাইবার ইউনিটের ফরেনসিক ল্যাব ঘুরে দেখেন এবং সাইবার ক্রাইম সংক্রান্ত মামলা গুলো দ্রুত নিষ্পত্তিসহ প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।
এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) জনাব মোঃ হুমায়ুন কবির; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোঃ আসফিকুজ্জামান আকতার ; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম) জনাব মোঃ গোলাম রুহুল কুদ্দুস মহোদয়সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

এই বিভাগের আরোও খবর

Logo