রাজবাড়ীর গোয়ালন্দে বহিষ্কৃত ছাত্রদল নেতা শাহারিয়ার আদনান নূর ইসলামের বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন প্রবাসী মো. ইউসুফ আলী শেখ ও তার পরিবার।
বুধবার (২০ আগস্ট) দুপুরে গোয়ালন্দ প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে ইউসুফ আলী শেখ অভিযোগ করে বলেন, তিনি দীর্ঘ ১০ বছর ধরে বাহরাইনে প্রবাস জীবন কাটাচ্ছেন। প্রবাসে থাকাকালীন সামাজিক যোগাযোগমাধ্যমে এলাকায় মাদকের ভয়াবহতা নিয়ে প্রতিবাদ জানানোয় বহিষ্কৃত ছাত্রদল নেতা শাহারিয়ার আদনান ক্ষিপ্ত হন। দেশে ফেরার পর তার কাছে চাঁদা দাবি করা হয়। প্রথমে দুই দফায় পাঁচ হাজার টাকা করে দিলেও পরবর্তীতে এক লাখ টাকা দিতে অস্বীকার করলে শাহারিয়ার ও সহযোগীরা রেলগেট এলাকায় তাকে চোর আখ্যা দিয়ে বেঁধে মারধর করেন এবং হত্যার হুমকি দেন।
তিনি আরও জানান, বিদেশি অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে তাকে জোরপূর্বক চুরির স্বীকারোক্তি আদায় করা হয়। খবর পেয়ে গোয়ালন্দঘাট থানা পুলিশের এসআই সেলিম মোল্লা তাকে উদ্ধার করে থানায় নিয়ে যান। এ ঘটনায় মামলা দায়ের করলে অভিযুক্তরা জামিনে এসে পুনরায় প্রাণনাশের হুমকি দেয়। এতে তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, আগামী ২৯ আগস্ট তার বিদেশগামী ফ্লাইট থাকলেও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় এখন তিনি আতঙ্কে দিন কাটাচ্ছেন।
অভিযুক্ত শাহারিয়ার আদনান নূর ইসলাম অভিযোগ অস্বীকার করে আমার দেশ-কে বলেন, এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এক ছাত্রদল নেতার ইন্ধনে ইউসুফকে দিয়ে তার বিরুদ্ধে এসব অভিযোগ করানো হচ্ছে।
এ বিষয়ে গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম আমার দেশ-কে জানান, গত ১৮ আগস্ট ৯৯৯–এ ফোন পেয়ে পুলিশ ইউসুফ আলী শেখকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে। তার অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয় এবং ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। শাহারিয়ার আদনান নূর ইসলামের বিরুদ্ধে মাদক ও হত্যাচেষ্টা সহ একাধিক মামলা রয়েছে বলেও তিনি জানান।
রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান আমার দেশ-কে বলেন, বিভিন্ন অনিয়মের কারণে কেন্দ্রীয় ছাত্রদল ২০২৪ সালের ২৭ মে শাহারিয়ার নূর ইসলামকে যুগ্ম আহ্বায়ক পদ থেকে অব্যাহতি দেয়। সেই সিদ্ধান্ত এখনও বহাল রয়েছে। তাই তার বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে জেলা ছাত্রদল এর দায়ভার নেবে না।