পটুয়াখালীর গলাচিপা উপজেলার রামনাবাদ নদীর পাড়ে টেকসই বেড়িবাঁধ এর অভাবে আন্তঃজেলা যোগাযোগ বন্ধ হওয়ার পাশাপাশি ঝুকিপূর্ণ রয়েছে ডাকুয়া ইউনিয়নের ঐতিহ্য সম্বলিত শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির ও মাদ্রাসা, হাঠ বাজার, হাজার হাজার একর কৃষি আবাদি জমি সহ প্রয়াত সাংবাদিক বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আলতাফ মাহমুদ এর সমাধি। স্থানীয় জনসাধারণের দাবী, রামনাবাদ নদীর বিস্তীর্ণ নদীর কূল ঘেঁষে গড়ে উঠা শত বছরের
ঐতিহ্য কিছু দিনের মধ্যে'ই গলাচিপা উপজেলার মানচিত্র থেকে হারিয়ে যাবে।
সরকারের কাছে দাবী, অতিদ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে শত বছরের ঐতিহ্য এবং নিরাপদে সড়ক পথে আন্তঃজেলা যোগাযোগ পরিপূর্ণ ভাবে নির্মাণ করে জনজীবন ঝুঁকি মুক্ত করবেন এটা জনসাধারণের প্রত্যাশা।