কোম্পানীগঞ্জে মিথ্যে মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

আব্দুর রহিম প্রকাশিত: ২৭ এপ্রিল , ২০২৫ ১২:১৫ আপডেট: ২৭ এপ্রিল , ২০২৫ ১২:১৫ পিএম
কোম্পানীগঞ্জে মিথ্যে মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নে বসত বাড়ীতে হামলা, ভাংচুর, লুটপাট ও মারধরের অভিযোগ এনে প্রবাসীর স্ত্রী মারজাহান আক্তার (৩৭) বাদী হয়ে থানায় ১৫ জনের নাম উল্লেখ করে মিথ্যে মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছে একই ইউনিয়নের চট্টগ্রামের ব্যবসায়ী জাফর আহমদ সহ ভুক্তভোগীরা।

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার একটি রেষ্টুরেন্টে  সংবাদ সম্মেলনের মাধ্যমে হয়রানির বিষয় তুলে ধরে এসব কথা জানান তিনি।

এসময় ভুক্তভোগী চট্রগ্রামের ব্যবসায়ী জাফর আহমদ বলেন,
ঘটনার দিন ও তারিখে আমি আমার চট্রগ্রামের ব্যবসা প্রতিষ্ঠানে ছিলাম। যা সিসিটিভি ফুটেজসহ একাধিক মাধ্যমে প্রমানিত। তবুও উদ্দেশ্যপ্রণোদিত ভাবে আমিসহ আমাদের কয়েকজনকে মিথ্যে অভিযোগে ফাঁসানো হয়েছে। এছাড়াও আমাদের পক্ষের এক গৃহবধূ আহত হয়ে হাসপাতালে ভর্তি থাকার পরও থানায় অভিযোগ গ্রহণ না করে মিথ্যে মামলার দায়ে আমাদের বাড়ি ছাড়া হতে বাধ্য করেছেন তারা।

ভুক্তভোগী জাফর আহমেদ আরো বলেন, পরিকল্পিত এই হামলায় আমার ভাবি এখনো হাসপাতালে ভর্তি আছেন,এছাড়াও আমাদের ৪-৫ জন গুরুতর আহত হওয়ার পরও প্রশাসন আমাদের অভিযোগ গ্রহণ না করে মিথ্যে অভিযোগের ভিত্তিতে আমাদের ৪জনকে গ্রেপ্তার করেন, বাকিরা মিথ্যে মামলার অভিযোগে বাড়ি ছাড়া হয়েছেন।

এ বিষয়ে আহত শাহাবুদ্দিন বলেন, জায়গা জমির বিরোধ নিয়ে সামাজিকভাবে আলোচনা চলমান থাকলেও আমাদের প্রতিপক্ষের সন্ত্রাসী সাইফুল ইসলাম খোকন,আব্দুল হক,ফয়সাল,বাহাদুর ও শাহাজাহান হুজুরের নেতৃত্বে আমার দোকানে এসে অতর্কিত আমার ওপর হামলা চালানো হয়। এসময় আমার চিৎকার শুনে এগিয়ে আশা প্রত্যেকের ওপর সন্ত্রাসীরা হামলা চালায় তারা। আমরা থানায় এর অভিযোগ করে কোনো প্রতিকার পাইনি।

এই বিভাগের আরোও খবর

Logo