ঝালকাঠির কাঠালিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট) বিকেলে এ উপলক্ষে এক বিশাল র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়। এতে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।
আলোচনা সভায় বক্তারা বলেন, স্বেচ্ছাসেবক দল বিএনপির একটি সুসংগঠিত ও ত্যাগী সংগঠন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে এ সংগঠনের নেতাকর্মীরা অগ্রণী ভূমিকা পালন করবে।
সভায় স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ আশিকুর রহমান সবুজের সভাপতিত্বে এবং শাওন মিয়াজির সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ আহসান উল্লাহ হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক হাসিব ভুট্টো, উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মিলন হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ ফয়সাল আহম্মদ ও তসলিম হোসেন রাজিব।
অনুষ্ঠানে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।