কটিয়াদীতে মাদক-জুয়া বন্ধের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৯ জুলাই , ২০২৫ ১৬:৫৬ আপডেট: ৯ জুলাই , ২০২৫ ১৬:৫৬ পিএম
কটিয়াদীতে মাদক-জুয়া বন্ধের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

কিশোরগঞ্জের কটিয়াদীতে মাদক ও জুয়া বন্ধের দাবীতে পিপুলিয়া ভূইয়াপাড়া, গোয়াতলা গ্রামবাসীর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
০৮ জুলাই মঙ্গলবার দুপুরে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের পিপুলিয়া ভূইয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে পিপুলিয়া ভূইয়াপাড়া ও গোয়াতলা এই দুই গ্রামের ৫টি মসজিদের ইমামসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। মাদক ও জুয়া প্রতিরোধে মসজিদের মুসল্লিসহ এলাকাবাসী একাত্মতা প্রকাশ করেন।
এতে বক্তব্য রাখেন, মাওলানা হাবিবুর রহমান, সাবেক পৌর কাউন্সিলর আলী হোসেন, আলীমুদ্দীন ভূইয়া নান্দু মেম্বার, জামাল মিয়া, গোলাপ মিয়া, আবুল হাসান, মোবারক ভূইয়া, মাওলানা লোকমান হোসেন, মাওলানা আসসাব উদ্দিন, মাওলানা আশিকুর রহমান প্রমূখ।
বক্তাগণ বলেন, মাদক ও জুয়া এলাকার যুবকদেরকে ধ্বংস করে ফেলছে। মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে। মাদক বিক্রি, সেবন ও জুয়া খেলা বন্ধের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
রক্তদান সমিতির মুমুরদিয়া ইউনিয়ন শাখার সংগঠক হাসান তারেক বাপ্পী বলেন, যারা মাদক সেবন ও ব্যবসার সাথে জড়িত আজকের পর থেকে ঐ ব্যক্তি ও তার পরিবারকে সামাজিকভাবে বয়কট ঘোষণা করা হোক। মাদকের সাথে জড়িত ব্যক্তি বা তার পারিবারের যেকোন সামাজিক অনুষ্ঠান বয়কট করতে হবে।
উল্লেখ্য, এলাকায় মাদক জুয়া ব্যাপক হারে বেড়ে গেছে। যা নিয়ে অভিভাবকগণ খুবই উদ্বিগ্ন। মাদক ও জুয়ার হাত থেকে যুব সমাজকে রক্ষা করতে না পারলে চুরি, ডাকাতি, ছিনতাই, খুন, জখম, ধর্ষণের মত অপরাধমূলক কর্মকান্ড দিন দিন আরো বেড়ে যাবে।

এই বিভাগের আরোও খবর

Logo