সুদক্ষ কারিগরের নিপুণ হাতে তৈরি বাঁশ শিল্প। এখন প্রায় বিলুপ্তির পথে। যুগের আধুনিকতায় এসব জিনিস আর কেহই ব্যবহার করেছে না। হারিয়ে যাচ্ছে বাঁশ ও বেতের তৈরি সামগ্রী। আগের দিনে বাঁশ ও বেত দিয়ে তৈরি করত গৃহস্থালির প্রয়জনিয় সরঞ্জাম। এই বাঁশ দিয়ে তৈরি হতো মাছ ধরা পলো, টোপা, হোচা, টুবড়ী, কুলা, চালুন, ঝাটা, চাটাই সহ অনেক প্রকার জিনিস। এখন এসব জিনিস প্লাস্টিক দিয়ে বানানো হচ্ছে । তাই বাঁশের সরঞ্জাম তৈরি করে যাহারা সংসার চালাতো তারা এখন আর এই কাজ করে জীবিকা নির্বাহ করতে পারছে না। উৎপাদনের তুলনায় বিক্রি কম। আবার উৎপাদনের খরচের তুলনায় দাম অনেক বেশি। সবে মিলে লাভ হয় না। এখন এ সব পন্য মেলায় বিক্রি হচ্ছে সো পিস হিসেবে ঘড়ে সাজিয়ে রাখতে। আবার কেউ বা পুরাতন ঐতিহ্য ধরে রাখতে কিনে নেয় সাজিয়ে রাখতে।ধুনট উপজেলার বিল কাজগুলি গ্রামের কানাই ও লাল চাঁন বলেন বাপ দাদার ব্যবসা আজো ধরে রেখেছি ।হরেক রকম জিনিস তৈরি করে যা ইনকাম হয় তা দিয়েই সংসার চলছে কোন রকমে।