আজ মঙ্গলবার ২২/০৮/২৫ইং ইং তারিখে ঘটনাটি ঘটে চরলক্ষ্মী আখন বাজার নামক স্থানে,
জানা যায়, পারিবারিক কলরোহের জের ধরে, নিজের রাগ থামাতে না পেরে, এক পর্যায়ে বাড়ি থেকে অনেক দুরের জঙ্গলে গিয়ে কোলের শিশু, মিতুকে বিষ পান করিয়ে পরে মা নিজে বিষ পান করে আত্মাহত্যা করেন বলে ধরনা করা হয়। মৃতের নাম, তাছলিমা বেগম, (৩৫) স্বামী, শাহাবুদ্দিন, ও শিশুর নাম, মিতু (২) তার ৮ নং ইউনিয়নের বাসিন্দা। এ বিষয়ে মৃতের দেবর জানান মৃত তাছলিমার স্বামীর নাম শাহাবুদ্দিন, তিনি একজন কৃষক, তাদের ৩ ছেলে মেয়ে, বড় মেয়েকে বিয়ে দিয়েছেন পরিবারে পছন্দে, কিন্তু বড় মেয়ে সেই সম্পর্ক রেখেই জরিয়ে পরেন নিজের খালাত ভাইয়ের সাথে আরেকটি সম্পর্কে, আর সেই সম্পর্ক কে কেন্দ্র করে মা মেয়ের সাথে কথা কাটা কাটির এক পর্যায়ে এ ঘটানাটি ঘটান বলে জানা যায়,
উল্লখ্য, বেলা ১১ টার দিকে চিৎকার শুনে আলআমিন নামের একজন ছুটে আসেন এবং মা ও মেয়েকে পড়ে থাকতে দেখে সাথে সাথে সি এন জি যোগে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের নিয়ে আসেন, তখন জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক, ডা: নাহিদ আক্তার মিতু দুজন কে মৃত বলে ঘোষনা করেন, এবং এবিষয়ে রায়পুর থানার
তদন্ত অফিসার বিষয় টি খতিয়ে দেখতে হাসপাতালে আসেন, এবং ঘটনা স্থানে যান, এবং ঘটনার সত্যতা খুঁজে বের করবেন বলে আস্বাশ দেন,
তবে লাশ দুটি এখন রায়পুর থানা মর্গে রয়েছে,