হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসেন চট্টগ্রাম বিভাগের (স্বাস্থ্য) বিভাগীয় পরিচালক ডাঃ অং সুই প্রু মারমা এবং চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর আলম চৌধুরী।
এই সময় বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) মহোদয়কে স্বাগত জানান ইউএইচএন্ডএফপিও ডাঃ তাপস কান্তি মজুমদার এবং আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সোহানিয়া আক্তার বিল্লাহ্।
উভয় কর্মকর্তাই হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত কনসালটেন্টবৃন্দ এবং মেডিকেল অফিসারদের সাথে মতবিনিময় করেন।
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তাপস কান্তি মজুমদার, রাউজান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শাহাজাহান, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সোহানিয়া আক্তার বিল্লাহ্সহ কর্মরত সকল কনসালটেন্টবৃন্দ এবং মেডিকেল অফিসারগণ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।