চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউনিয়ন পরিষদের নাগরিক সেবাকে সহজ, দ্রুত ও স্বচ্ছ করার লক্ষ্যে আমার লোহাগাড়া ডট কম ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) সকালে ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সাইফুল ইসলাম। তিনি বলেন, এই সেবার আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন। নাগরিকের দোড়গোড়ায় সেবা পৌঁছে দিতে প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই। আমার লোহাগাড়া ডট কম সেবাকে মানুষের আরও কাছে নিয়ে যাবে।
এ ওয়েবসাইটের মাধ্যমে যে সেবাগুলো পাওয়া যাবে, অনলাইন নাগরিক সনদ,ওয়ারিশ সনদ, পারিবারিক সনদ,বাসিন্দা প্রত্যয়ন,ভিজিডি/ভিজিএফ প্রত্যয়ন,ইউনিয়ন পরিষদের সকল প্রকার প্রত্যয়নপত্র ও আবেদন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, প্রশিক্ষণের মাধ্যমে ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট কম্পিউটার অপারেটরদের ওয়েবসাইট ব্যবহারে দক্ষ করে তোলা হয়েছে। এতে সেবা প্রদান হবে সময়মতো, নির্ভুল ও ডিজিটাল রেকর্ড সংরক্ষণের সুবিধা থাকবে।
এ উদ্যোগ লোহাগাড়াকে একটি স্মার্ট ও সেবা-বান্ধব উপজেলা গড়ে তোলার পথে উল্লেখযোগ্য অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন তিনি।