শাজাহানপুরে পৃথক অভিযানে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪

মোঃ আব্দুল হান্নান প্রকাশিত: ২ সেপ্টেম্বর , ২০২৫ ১৬:৪৬ আপডেট: ২ সেপ্টেম্বর , ২০২৫ ১৬:৪৬ পিএম
শাজাহানপুরে পৃথক অভিযানে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪

‎বগুড়ার শাজাহানপুরে পৃথক অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে শাজাহানপুর থানা ও কৈগাড়ী ফাঁড়ি পুলিশ।
‎১ লা সেপ্টেম্বর (সোমবার) রাত ১১ টা ২০ মিনিটে উপজেলার রহিমাবাদ (বি-ব্লক) ফ্লাইওভার ব্রিজের পূর্বপার্শ্বে শ্যামলী বাস কাউন্টারের শ্যামলী কোচ (রেজিঃ নং- ঢাকা মেট্রো-ব-১৫-১২৬৬) নং বাসের সামনের বক্স থেকে ১০ কেজি গাঁজাসহ বিপ্লব কুমার দাস (৩৫) ও মোঃ আলতাব হোসেন (৩৯) নামে ২ জনকে আটক করেছে শাজাহানপুর থানা পুলিশ।
‎‎আটককৃত, বিপ্লব কুমার দাস পাবনা জেলার বেড়া উপজেলার বনগ্রাম উত্তরপাড়ার শ্রী বিনয় চন্দ্রের ছেলে এবং মোঃ আলতাব হোসেন সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বিলকলমি গ্রামের  পরশ উল্লাহ সরকারের ছেলে। আসামি বিপ্লব কুমার দাসের বিরুদ্ধে পূর্বেও পাবনা বেড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।
‎‎সোমবার শাজাহানপুর থানার কৈঁগাড়ী পুলিশ ফাড়িঁর সহায়তায় পৃথক আরেকটি অভিযানে উপজেলার মাদলা বাজার থেকে মাদলা জানপাড়া গ্রামের মৃত কেরামত আলী (ক্যামু) সরকারের ছেলে নজমল সরকার নইল্যা (৫৪) এর নিকট থেকে ১০০ গ্রাম এবং একই গ্রামের মৃত ছৈমুদ্দিন সরকারের ছেলে আব্দুস সামাদ (৫৫) এর নিকট থেকে ১০০ গ্রাম গাজাসহ গ্রেপ্তার করা হয়। আসামি নজমল সরকারের বিরুদ্ধে পূর্বেও শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা রয়েছে।
‎‎বিষয়টি নিশ্চিত করেছেন, শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম (পলাশ)৷ তিনি জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই বিভাগের আরোও খবর

Logo