রাজবাড়ীর জেলার গোয়ালন্দে ১০০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ

মোঃমজিবুর রহমান খান জুয়েল প্রকাশিত: ২৯ এপ্রিল , ২০২৫ ১১:৩৪ আপডেট: ২৯ এপ্রিল , ২০২৫ ১১:৩৪ এএম
রাজবাড়ীর জেলার গোয়ালন্দে ১০০ পুরিয়া হেরোইনসহ  দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ
রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ১০০ (একশত) পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ

রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ১০০ (একশত) পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। 

২৮ এপ্রিল ২০২৫, সোমবার, সকাল আনুমানিক সাড়ে ১১ টার সময় অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলামের নির্দেশনায় এসআই (নিঃ) নাজিমউদ্দীন সংগীয় ফোর্সসহ বাংলাদেশ হ্যাচারীর সামনে থেকে ঢাকা-খুলনা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-ফরিদপুর জেলার কোতয়ালী থানার গুহ লক্ষীপুর গ্ৰামের মৃত: জয়নুদ্দিন এর ছেলে  মোঃ হাফিজুল (৫০)ও রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা পুরা ভিটা এলাকার মৃত জামাল বিশ্বাসের মেয়ে মোসাঃ সাথি বেগম (৪০)

এসময় পুলিশের অভিযানে আসামিদের কাছ থেকে ১০০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন,"মাদক নির্মূল রাজবাড়ী জেলা পুলিশের অঙ্গীকার। সমাজের এ ভয়ঙ্কর ব্যাধির বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করেছি।

এ ঘটনায় গোয়ালন্দঘাট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরোও খবর

Logo