রাজবাড়ীতে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৪ জুলাই , ২০২৫ ১৮:২৮ আপডেট: ২৪ জুলাই , ২০২৫ ১৮:২৮ পিএম
রাজবাড়ীতে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সদস্য গ্রেপ্তার

 রাজবাড়ীর বালিয়াকান্দিতে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৩ জুলাই) রাতে জামালপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, জামালপুর ইউনিয়নের সাঙ্গুরা (মোল্লাপাড়া) গ্রামের নাসির মিয়ার ছেলে মকদুল মিয়া ওরফে মাহিম (২৪) এবং জামালপুর গ্রামের ওয়াজেদ মৃধার ছেলে রাশেদুল ইসলাম (৪০)।

পুলিশ জানায়, গত ২৭ জুন রাতে লক্ষণদিয়া গ্রামের রমেশ চন্দ্র সরকারের (৭১) বাড়িতে ৭-৮ জনের একটি ডাকাত দল হানা দেয়। ধারালো অস্ত্রের মুখে স্বর্ণালঙ্কার ও নগদ ২০ হাজার টাকা লুটে নেয় তারা। এ সময় মুখ গামছা দিয়ে বাঁধা ও খালি পায়ে থাকা ডাকাতরা আতঙ্ক ছড়াতে পটকাবাজি ফাটিয়ে পালিয়ে যায়। পরদিন রমেশ চন্দ্র সরকার বাদী হয়ে বালিয়াকান্দি থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন।

বালিয়াকান্দি থানার ওসি মো. জামাল উদ্দিন জানান, মামলার পর পুলিশ সুপারের নির্দেশনায় তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযানে নামে পুলিশ। অভিযানে সরাসরি জড়িত দুই ডাকাতকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।


এই বিভাগের আরোও খবর

Logo